রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনসেলোত্তির হাতেই ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব তুলে দিল সেলেকাওদের ফুটবল ফেডারেশন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের টানা ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা কোচের হাতেই দলের দায়িত্ব তুলে দিল ভিনিসিয়ান জুনিয়র, নেইমারদের দেশ।
সোমবারই সরকারিভাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হল, এই মরশুম শেষ হলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে তাঁদের জাতীয় দলের কোচের দায়িত্ব কাঁধে তুলে নেবেন কার্লো আনসেলোত্তি। ইতালিয়ান এই কোচের সঙ্গে শেষ ২ মাস ধরেই আলোচনা চলছিল ব্রাজিলের, যদিও শিলমোহর পড়েনি এতদিন। সেটাই পড়ল সোমবার।
৬৫ বছর বয়সী ইতালির কার্লো আনসেলোত্তি ব্রাজিল ফুটবলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ। এর আগে লুইজ ফিলিপ স্কোলারি, কার্লোস আলবার্তো পেরেইরা, দুঙ্গা, তিতের মতো নিজেদের দেশের প্রাক্তন তারকাদের হাতেই কোচিংয়ের দায়িত্ব তুলে দিত সেলেকাওরা, কিন্তু সেই রীতি ভেঙে এবার তাঁরা ইতালির কোচকে দিলেন দলের দায়িত্ব।
রিয়াল মাদ্রিদের আগামী কোচ হতে চলেছেন জাবি আলোনসো। তিনি বেয়ার লেভারকুসেন যে ছাড়বেন, সেটা আগেই জানা গেছিল। কদিন আগেই তিনি সেই কথা নিশ্চিতও করে দিয়েছেন। ফলে কার্লোর পরবর্তী গন্তব্য নিয়েও জল্পনা চলছিল। আর্থিক বিষয়টি মিটমাট হয়ে যেতেই তাঁকে জাতীয় দলের কোচ করে আনল ব্রাজিল।
এরপর সিবিএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘বিশ্বফুটবলের ইতিহাসে সবথেকে সফলতম জাতীয় দলের কোচের দায়িত্বে আসছেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের কোচ থাকবেন কার্লো আনসেলোত্তি, আর আগামী দুটি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিরুদ্ধেও ব্রাজিলের কোচ থাকবে তিনি ’। আর্জেন্তিনার বিরুদ্ধে মার্চ মাসে ১-৪ গোলে হারের পরই ডোরিভাল জুনিয়রকে অবসরণ করে ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে এই মূহূর্তে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে।
রিয়াল মাদ্রিদের সর্বকালের অন্যতম সফল কোচ হিসেবে দল ছাড়লেন আনসেলোত্তি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে দুটি স্পেলে ১৫টি ট্রফি জিতেছেন তিনি। রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা ডবল, যা গত মরশুমে তিনি জেতান রিয়ালকে। ২০১৪ সালে নিজের প্রথম স্পেলে রিয়াল মাদ্রিদকে লা ডেসিমা জেতান কার্লো, সেবার দশমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগও জেতে রিয়াল মাদ্রিদ।
২০১৪ সালের পর ২০২২ এবং ২০২৪ সালেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন কার্লো আনসেলোত্তি। ২০১৫ সালে তাঁকে রিয়াল মাদ্রিদ সরিয়ে দিয়েছিল, এরপর ২০২১ সালে তিনি ফের দায়িত্বে ফেরেন এবং দলকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতান। চেলসি এবং পিএসজিতে কোচিং করালেও এসি মিলানের হয়ে কোচ হিসেবে প্রথম সাফল্য পান কার্লো। তিনি ২০০৩ এবং ২০০৭ সালে মিলানের দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নিরিখে তিনি রয়েছেন কোচ হিসেবে সবার ওপরে, তাঁর ঝুলিতে রয়েছে ৫টি ট্রফি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।