Lionel Messi and Cristiano Ronaldo Play Carlos Tevez's farewell match: প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং আর্জেন্তিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ তাঁর বিদায়ী ম্যাচে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একসঙ্গে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্ব ফুটবলের একটি স্বপ্নময় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তেভেজ। এই ম্যাচটি লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।
কী করতে চান কার্লোস তেভেজ?
প্রায় দুই দশক ধরে চলা নিজের এক অসাধারণ ফুটবল কেরিয়ারকে সম্মান জানাতে তেভেজ এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। তেভেজ জানিয়েছেন যে তিনি ফুটবলের দুই কিংবদন্তি মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে মাঠে চান। তাঁর প্রস্তাবিত বিদায়ী ম্যাচে, যা আয়োজিত হবে লা বম্বোনেরা স্টেডিয়ামে, বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠে। সেখানেই মেসি ও রোনাল্ডোকে এক সঙ্গে মাঠে নামাতে চান তেভেজ।
মেসির সঙ্গে তেভেজের দীর্ঘদিনের সম্পর্ক। তারা আর্জেন্তিনা জাতীয় দলে সতীর্থ ছিলেন। তারা একসঙ্গে খেলেছেন ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে, এরপর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও তিনটি কোপা আমেরিকাতে (২০০৭, ২০১১ ও ২০১৫)। তেভেজ রোনাল্ডোর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলেছেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তেভেজের বন্ধন গড়ে ওঠে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কাটানো সময়কালে। রুনি, রোনাল্ডো ও তেভেজ মিলে ম্যান ইউতে গড়েছিলেন একটি ভয়ংকর আক্রমণভাগ। এই ত্রয়ী ইউনাইটেডকে এনে দেয় পরপর দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং ক্লাব বিশ্বকাপ।
আরও পড়ুন … ভিডিয়ো: ‘কিং কার লেগা’- বাবরের পাশে দাঁড়িয়ে সমালোচনার মুখে পাকিস্তানের পেসার! অবশেষে ক্ষমা চাইলেন
তেভেজ কী বলেছেন?
‘ওলগা’ নামের এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘লিও মেসি, ক্রিশ্চিয়ানো... আমরা তাদের নিয়ে আসব। দরকার হলে আমি নিজেই গিয়ে তাদের আনব। ওরা আমার WhatsApp-এ সেভ করা আছে।’ তিনি আরও উল্লেখ করেন বিদায়ী ম্যাচে তিনি যেসব তারকাদের একত্রিত করতে চান তাদের একটা তালিকা দেওয়া হয়েছে।
দেখুন সেই তালিকা-
ইউনাইটেড সতীর্থ: রুনি, এডউইন ফন ডার সার, রিও ফার্দিনান্দ, ভিডিচ, এভরা
জুভেন্তাসের সতীর্থ: জর্জিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, জিয়ানলুইজি বুফন
মিডফিল্ডে: আন্দ্রেয়া পির্লো, পল স্কোলস, হুয়ান রোমান রিকেলমে
তেভেজ বলেন, ‘(এডউইন) ফন ডার সার এক পাশে, আর (জিয়ানলুইজি) বুফন আরেক পাশে। ডিফেন্সে থাকবে রিও, ভিডিচ... কিয়েলিনি, বোনুচ্চিকেও আনব। এভরা তো ভাইয়ের মতো, তাকে তো রাখতেই হবে।’
আরও পড়ুন … ভিডিয়ো: কেন এমন সেলিব্রেশন করলেন নীতীন? সোনার পদক হাতছাড়া করে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট
একটি মজার ঘটনা
ইংল্যান্ডে খেলার সময় ইংরেজি ভাষায় খুব একটা দক্ষ ছিলেন না তেভেজ, তবে তবুও ইউনাইটেডে তাঁর দিনগুলোর কথা তিনি ভালোবাসা নিয়ে স্মরণ করেন। বিশেষ করে জি-সাং পার্ক এবং এভরার সঙ্গে তার বন্ধুত্বের কথা। তেভেজ বলেন, ‘ম্যান, ইউনাইটেডে কত হাসাহাসি করতাম! একজন ছিল কোরিয়ান—জি-সাং পার্ক, এভরা ফ্রেঞ্চ, আর আমি—আমার তো ইংরেজিতে কিচ্ছু বুঝতাম না। পার্ক কিছুটা বুঝত, আর এভরা তিনটা ভাষাই পারত। আমরা তিনজন এত হাসতাম যে বাকিরা ভাবত—‘এরা কীভাবে একে অপরকে বোঝে!’
আরও পড়ুন … দিগ্বেশ রাঠিদের দিল্লি ছাড়তে বলা হয়েছিল! ববির কঠিন লড়াইয়ের কাহিনি শোনালেন দাদা সানি
কী অপেক্ষা করছে?
তেভেজের বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে এক অবিস্মরণীয় ফুটবল উৎসব, যেখানে একত্রিত হবেন বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল ব্যক্তিত্বরা। আর যদি মেসি ও রোনাল্ডোকে সত্যিই একসঙ্গে আনা যায়, তাহলে এই ম্যাচ হয়ে উঠবে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা এক ফুটবল মহোৎসব।