অনন্যা দাস
একের পর এক জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। একেবারে দিশেহারা অবস্থা। তবে তার আগে থেকেই পাকিস্তানি মিডিয়া কার্যত নানা মিথ্য়ে গল্প সাজাতে শুরু করেছে। যার কোনও বাস্তব ভিত্তি নেই। ভারত একের পর এক এয়ারবেস ভেঙেছে. আর পাকিস্তান ততই মিথ্যেই পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে জনগণকে বিভ্রান্ত করার জন্য বেশ কয়েকটি ভুয়ো খবর সামনে এনেছিল পাকিস্তান। তার মধ্যে অন্যতম হল যে পাকিস্তানি হ্যাকাররা নাকি এমন সাইবার আক্রমণ করেছিল, যার ফলে ভারতের বিদ্যুৎ গ্রিডের ৭০শতাংশ অকেজো হয়ে পড়েছিল। কিন্তু সেই কথা যে কতবড় মিথ্যে সেটাও ধরা পড়ে গেল এবার।
এখন, পিআইবি ফ্যাক্ট চেকের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) অ্যাকাউন্টটি স্পষ্ট করে দিয়েছে যে এটি ভুয়ো খবর। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
পাকিস্তানি হ্যাকারদের সম্পর্কে কী ভুয়ো খবর ছিল
কিছুদিন আগে, পাকিস্তানের একটি চ্যানেলের অ্যাঙ্কর দাবি করেছিলেন যে তাদের হ্যাকাররা ভারতের বিদ্যুৎ গ্রিডের একটি অংশ ধ্বংস করে দিয়েছে। একটি ক্লিপে এক মহিলা সঞ্চালক বলছেন, 'ও জো বাচ্চা লড়ে হ্যায়, জো হামারে হ্যাকার্স লড়ে হ্যায়। ম্যায় হায়রান হুঁ (যে বাচ্চারা লড়াই করেছে, আমাদের হ্যাকার যারা লড়াই করেছে। আমি হতবাক)।
এরপরই এক পুরুষ সাংবাদিক বলা শুরু করেন, 'উনহোনে তো বারবাদ কর দিয়া। ওয়াহান কা ৭০% বিজলি নিজাম হ্যাক কর লিয়া আপনে। ওহা কা জো মেইন ওয়েবসাইট হ্যায় ওহ হ্যাক কর লিয়া হ্যায় আপনে।। ইসে জ্যাদা আপ উনসে অউর কেয়া এক্সপেক্টেড করতে হ্যায় (ওরা সব ধ্বংস করে দিয়েছে। তারা তাদের পাওয়ার সিস্টেমের ৭০ শতাংশ হ্যাক করেছে। তারা তাদের প্রধান ওয়েবসাইট হ্যাক করেছে। তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী আশা করা যায়?'
' এরপরই তিনি বলতে থাকেন, 'হাম টেকনোলজি মে কিতনে অ্যাডভান্সড হ্যায়, হুমে নেহি পতা থা (আমরা প্রযুক্তিতে কতটা উন্নত তা আমরা জানতাম না)।
ভারতের বিদ্যুৎ গ্রিডে হ্যাকারদের হামলা নিয়ে ভাইরাল দাবি খারিজ করল পিআইবি
পিআইবি ফ্যাক্ট চেক করে কয়েকটি পোস্ট শেয়ার করে সেগুলিকে ভুয়ো বলে অভিহিত করেছে। পোস্টটিতে লেখা হয়েছে, "ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ গ্রিড অকেজো হয়ে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে তা ভুয়ো।
ক্যাপশনে লেখা হয়েছে, (পুলিশের গাড়ির আলোর ইমোজি) মনোযোগ: অনলাইনে প্রচারিত মিথ্যা দাবি! সোশ্যাল মিডিয়া পোস্টে জোর দিয়ে বলা হচ্ছে যে #Pakistan সাইবার আক্রমণের ফলে ভারতের বিদ্যুৎ গ্রিডের ৭০% অকেজো হয়ে পড়েছে। #PIBFactCheck (ক্রস মার্ক ইমোজি) এই দাবি #FAKE #IndiaFightsPropaganda।
খবরে নেটপাড়ার প্রতিক্রিয়া
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি লিখেছেন, ‘যদি এটা ১০ শতাংশ হয়, তাহলে সেটা অনেক বড় ব্যাপার। 'আপনাকে এই বিভ্রান্তিকর টুইটের জবাব দিতে হবে। যাতে এটি জনসাধারণের কাছে পৌঁছানো যায়,একটি টুইটে লেখা হয়েছে। একজন মন্তব্য করেছেন,’আমরা নিরাপদ আছি এবং মিথ্যা প্রচারের ফাঁদে পা দেব না তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করার জন্য আপনাদের ধন্যবাদ।'
' আরেকজন লিখেছেন, 'আপনার চমৎকার সেবার জন্য ধন্যবাদ। "পিআইবি আজকাল, বিদ্যুতের গতি," একটি মন্তব্য করা হয়েছে। আরেকজন বলেন, '৭০ শতাংশ বিদ্যুৎ অকেজো, তারপরও আমাদের পুরো শহরে বিদ্যুৎ রয়েছে। এই হ্যান্ডেলগুলি খুব বেশি মিথ্যা বলে।
ভারত-পাকিস্তান উত্তেজনা গত
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। ক্রমবর্ধমান উত্তেজনার পর ভারত ও পাকিস্তান সম্প্রতি যুদ্ধবিরতিতে সম্মত হয়।