পাকিস্তানি হাইকমিশনের এক কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল নয়াদিল্লি। মঙ্গলবার রাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন কার্যকলাপে যুক্ত থাকার জন্য নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে কর্মরত এক পাকিস্তানি কর্মীকে আবঞ্চিত বলে ঘোষণা করা হয়েছে। ওই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ সেই মর্মে নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নির্দেশিকাও জারি করা হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
‘সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিহীন’ কোন কাজ করেছেন ওই পাকিস্তানি কর্মী, তা নিয়ে অবশ্য ভারতের তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে বিদেশ মন্ত্রকের তরফে যেদিন সেই নির্দেশ দেওয়া হয়েছে, তার দু'দিন আগেই পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়, গুপ্তচরবৃত্তির জন্য দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের এক কর্মীর যোগ ছিল বলেও পঞ্জাব পুলিশের তরফে জানানো হয়।
সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) গৌরব যাদব জানান, ভারতীয় সেনার গতিবিধি নিয়ে সংবেদনশীল খবর পাকিস্তানের হ্যান্ডলারকে পাচার করত একজন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। জেরার সময় যে যে তথ্য উঠে আসে, সেটার ভিত্তিতে আরও একজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় বলে জানান পঞ্জাব পুলিশের ডিজি।
(বিস্তারিত পরে আসছে)