এফসি বার্সেলোনা এখন চ্যাম্পিয়ন্স লিগের হতাশাজনক পরাজয় ভুলতে চায়। রবিবার (১১ মে) মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এবং এই ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলতে চায় বার্সা। লা লিগার এই ম্যাচটি সম্ভাব্য শিরোপা নির্ধারণী দ্বৈরথ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে।
হ্যান্সি ফ্লিক পরিচালিত বার্সেলোনা মাত্র চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার একেবারে কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়। ইন্টার মিলান অতিরিক্ত সময়ে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে সমষ্টিগতভাবে ৭-৬ স্কোরে এগিয়ে থেকে ইতিহাসের অন্যতম স্মরণীয় নকআউট টাইয়ে বার্সাকে ছিটকে দেয়।
যুবপ্রধান বার্সা দল সেই হার সামলাতে হিমশিম খাচ্ছে, কিন্তু কোচ ফ্লিক দলের মনোযোগ দ্রুত এল ক্লাসিকোর দিকে দলের মনোযোগকে ফিরিয়ে আনেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে হারের পরে তিনি বলেন, ‘এই ম্যাচটা শেষ। এখন ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে তাকাতে হবে — কারণ আমাদের সামনে এল ক্লাসিকো রয়েছে। আমি দলকে মোটিভেট করব।’
বার্সেলোনা বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছে এবং জয় পেলে সুবিধাজনক জায়গায় পৌঁছাবে। তবে মাদ্রিদ জিতে গেলে শেষ তিন রাউন্ডে শিরোপা দৌড়ে উত্তেজনা তুঙ্গে উঠতে পারে। বার্সেলোনা ডাবল জয়ের লক্ষ্যে রয়েছে। তারা দুই সপ্তাহ আগে কোপা দেল রে-র ফাইনালে মাদ্রিদকে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হারিয়েছে। এই মরশুমে তিনটি এল ক্লাসিকো-ই বার্সা জিতেছে। জানুয়ারিতে সুপার কাপে ৫-২, অক্টোবরে লা লিগায় ৪-০ ব্যবধানে জিতেছে।
অন্যদিকে মাদ্রিদ তাদের হতাশাজনক মরশুমকে রক্ষা করতে মরিয়া, যাতে অন্তত লা লিগা ধরে রাখা যায় এবং গ্রীষ্মের সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপে কিছু সাফল্য পাওয়া যায় সেই দিকেই তাদের লক্ষ্য। তবে পুরো মরশুমের ক্লান্তি দলের উপর প্রভাব ফেলেছে, বিশেষ করে রক্ষণভাগে একাধিক খেলোয়াড় চোটে ভুগছেন।
ইনজুরি ও স্কোয়াড আপডেট:
রিয়াল মাদ্রিদ পাবে না তাদের প্রথম সারির চার ডিফেন্ডারকে। আন্তোনিও রুডিগার, এদের মিলিতাও, দানি কারভাহাল ও ফেরলঁ মেন্ডি। ক্যামাভিঙ্গা-ও চোটে আছেন। ফলে যুব খেলোয়াড় রাউল আসেনসিও এবং মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি রক্ষণ সামলাতে পারেন।
বার্সেলোনার লেফট ব্যাক আলেজান্দ্রো বালদে চোট থেকে ফিরতে পারেন। তবে জুলস কুন্দে (কোপা ফাইনালের নায়ক) বাদ পড়েছেন। তার জায়গায় রোনাল্ড আরাউজো বা এরিক গার্সিয়া খেলবেন এবং মুখোমুখি হবেন ভিনিসিয়াস জুনিয়রের।
স্ট্রাইকার ও মিডফিল্ড যুদ্ধ:
স্ট্রাইকার হিসেবে রবার্ট লেভানডোওস্কি বা ফেরান তোরেস-কে খেলানো হবে, সে বিষয়ে ফ্লিককে সিদ্ধান্ত নিতে হবে। মিডফিল্ডে পেদ্রি বনাম বেলিংহাম দ্বৈরথ হবে ম্যাচের মূল আকর্ষণ।
আরও পড়ুন … কামিন্স-হেডরা কি IPL 2025 খেলতে ফিরবে? ভারত-পাক বর্তমান পরিস্থিতির পরে ছবিটা কী?
পরিসংখ্যান ও সম্ভাব্য ফলাফল:
এই মরশুমে তিনটি এল ক্লাসিকোতে বার্সেলোনা ১২ গোল করেছে, মাদ্রিদ ৪টি গোল করেছে।
বার্সেলোনা সর্বোচ্চ ৯১ গোল, মাদ্রিদের ৬৯।
উভয় দলই ৩৩টি করে গোল হজম করেছে।
রবার্ট লেওয়ানডস্কি ২৫ গোল করে শীর্ষে রয়েছেন, মাদ্রিদের কিলিয়ান এমবাপে ২৪ গোল করে তারই পিছনে রয়েছেন।
কোচ আনচেলত্তির ভবিষ্যৎ:
অনেকেই মনে করছেন এই এল ক্লাসিকো হতে পারে কার্লো আনচেলত্তির শেষ বড় ম্যাচ মাদ্রিদের কোচ হিসেবে। যদিও তিনি চুক্তিবদ্ধ আরও এক মরশুমের জন্য। তবে ব্রাজিল জাতীয় দল তাকে নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি প্রায় পাকা।
আরও পড়ুন … মোহনবাগানেই থাকছেন দিমিত্রি পেত্রাতোস! আরও এক বছর সবুজ-মেরুন জার্সি গায়েই মাঠে নামবেন
ভারতে কোথায় কীভাবে এই ম্যাচটি দেখবেন? দেখে নিন এল ক্লাসিকোর লাইভ স্ট্রিমিং বিবরণ:
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটি হবে কবে: রবিবার, ১১ মে
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটি ভারতীয় সময় কখন দেখা যাবে: সন্ধ্যা ৭:৪৫ (ভারতীয় সময়)
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে: এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ টিভিতে সম্প্রচার: ভারতে কোনও টিভি চ্যানেলে সম্প্রচার হবে না
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ লাইভ স্ট্রিমিং: ফ্যানকোড (FanCode) অ্যাপ দেখা যাবে। এছাড়াও ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে। এছাড়াও ম্যাচের খবর দেখতে হলে HT বাংলাতে আপনাকে চোখ রাখতেই হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।