Mohun Bagan signs Dimitri Petratos deal: দিমিত্রি পেত্রাতোস কি আসন্ন মরশুমে মোহনবাগানের হয়ে খেলবেন? নাকি অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ খেলা ক্লাবে চলে যাবেন? চলতি মরশুম শেষ হতেই এই প্রশ্ন গুলো ঘুরছিল। এবার সামনে এল বড় উত্তর।
এই সময়ে একটি রিপোর্টে দাবি করা হয় যে পেত্রাতোসের চুক্তি নবীকরণ করা হয়েছে। বলা হয়েছে আরও এক বছর মোহনবাগানে খেলবেন দিমি। আসলে ২০২৪ সালেই দিমিকে দু বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল। আসন্ন মরশুমে মোহনবাগানেই খেলতেন তিনি। তবে অস্ট্রেলিয়ার ‘এ’ লিগ খেলা ক্লাবের প্রস্তাব যদি দিমি গ্রহণ করতেন তাহলে হয়তো মোহনবাগানে থাকতেন না দিমি। তবে এখন নিশ্চিত যে আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি পরেই মাঠে নামবেন মোহবাগানের দিমিত্রি পেত্রাতোস।
একটা সময়ের মোহনবাগানের সেরা ফুটবলার হয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। শুধু গোল করা নয় এবং গোল করানোয় পারদর্শী ভূমিকা পালন করেছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের মূল ভরসা। এই ফুটবলারের সঙ্গে গত বছরেই দু’বছরের চুক্তি করেছিল মোহনবাগান। আর সেই ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের ১ অগস্ট ইস্টবেঙ্গলের জন্মদিনের দিনে। সোশ্যাল মিডিয়াতে ২০২৪ সালে লাল-হলুদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিমিত্রি পেত্রাতোসকে দু বছরের জন্য চুক্তি করার ঘোষণা করেছিল মোহনবাগান।
আরও পড়ুন … স্থগিত হয়ে যাওয়া IPL 2025 আবার শুরু হবে কবে? BCCI-র হাতে কি সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই?
অস্ট্রেলিয়ার এই ফুটবলার ২০২২ সালে মোহনবাগানে সই করেন। দলের আইএসএল ট্রফি, লিগ, ডুরান্ডের মতো ট্রফি জয়ের নেপথ্যে ছিলেন পেত্রাতোস। সমর্থকদের কাছেও তাই তিনি খুবই পছন্দের। মোহনবাগানের ম্যাচের সময় ‘দিমি, দিমি’ চিৎকারে ভরে যায় গ্যালারি। সেই দর্শকদের সামনে আরও দু’বছর খেলার জন্য তৈরি খেলার জন্য তৈরি ছিলেন পেত্রাতোস।
তবে সম্প্রতি শোনা যাচ্ছিল দিমি নাকি আগামী মরশুমে আর মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলবেন না। এই খবর প্রকাশ্যে আসতেই সবুজ-মেরুন সমর্থকরা বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। কী হয়েছিল ঘটনাটি।
আরও পড়ুন … কোহলি এখনও অবসর প্রসঙ্গে নিজের অবস্থানে দৃঢ়! বিরাটকে নিয়ে হাল ছাড়ছে না BCCI
আইএসএল- ২০২৪-২৫ মরশুমের মাঝেই গুঞ্জনটা শুনতে পাওয়া যাচ্ছিল যে আগামী মরশুমে নাকি দিমিত্রিয়স পেত্রাতোস মোহনবাগান সুপার জায়ান্ট ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেবেন। সেই আগুনে ঘি দিয়েছিল ‘আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড’ নামে একটি ফেসবুক পেজের খবর। সেখানে লেখা হয়েছে, অস্ট্রেলিয়ান এ-লিগের বেশ কয়েকটা ক্লাব থেকে মোহনবাগানের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে নাকি অফার দেওয়া হচ্ছে। তাহলে কি দিমি মোহনবাগান ক্লাব ছাড়তে চলেছেন? এই প্রশ্নটাই সকলের মধ্যে ঘুরছিল।
আরও পড়ুন … ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত! কখন, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচের Live Streaming
এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে। কারণ দিমি যে সবুজ-মেরুন ব্রিগেডের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটা আজ আর নতুন করে বলার দরকার পড়ে না। বর্তমানে তিনি বাগান সমর্থকদের আবেগে নিজের জায়গা করে নিয়েছে। সঙ্গে ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, ‘ইন্ডিয়ান সুপার লিগের থেকে অস্ট্রেলিয়ার লিগ যে হাজার গুণে ভালো, সেকথা সবাই জানে। এই পরিস্থিতিতে দিমি কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।