Probable India 'A' Team: ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ দলে যশস্বী জসওয়াল, ইশান কিষান প্রধান মুখ, চোটের কারণে বড় RCB তারকা বাদ পড়তে পারেন। সামনে আসছে বড় রিপোর্ট। ভারতের ইংল্যান্ড সফর, যা ২০ জুন থেকে শুরু হবে, এবার এক বিশেষ গুরুত্ব বহন করছে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে, ভারত ‘এ’ দল দুটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলতে ইংল্যান্ড সফরে যাবে।
প্রথমে ঠিক ছিল IPL 2025-এর ফাইনালের পর, অর্থাৎ ৩০ মে থেকে ভারত ‘এ’ দলের সফর শুরু হবে। কিন্তু এখন যেহেতু IPL ফাইনাল পিছিয়ে ৩ জুন করা হয়েছে, তাই ভারত ‘এ’ দলেও পরিবর্তন আসতে পারে। যে খেলোয়াড়দের দল প্লে-অফে উঠবে না, তাঁদেরই প্রাথমিকভাবে বেছে নেওয়া হতে পারে।
The Indian Express-এর এক প্রতিবেদন অনুযায়ী, ভারত ‘এ’ দলের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে যশস্বী জসওয়াল এবং ইশান কিষান হবেন মূল আকর্ষণ। অজিত আগারকর-এর নেতৃত্বাধীন নির্বাচকরা প্রথম ম্যাচের জন্য একটি ১৪ জনের দল নির্বাচন করবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাঁরা স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি, তাঁরা হলেন- করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, অভিমন্যু ঈশ্বরন, ধ্রুব জুরেল, শার্দুল ঠাকুর, তনুশ কোটিয়ান, আকাশ দীপ, খলিল আহমেদ, অংশুল কাম্বোজ, মানব সুথার
আরও পড়ুন … ওকে ছাড়া অন্য কাউকে টেস্ট অধিনায়ক হিসাবে ভাবা যায় না… কিংবদন্তিদের প্রথম পছন্দ কে?
সরফরাজ খান, যিনি IPL 2025 খেলছেন না, তাঁকে সরাসরি মূল টেস্ট দলে নেওয়ার সম্ভাবনা আছে। RCB অধিনায়ক রজত পতিদার, আঙুলে চোট পাওয়ার কারণে ইংল্যান্ড সফরের বাইরে থাকতে পারেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, শুভমন গিল, সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দরকে দ্বিতীয় ভারত ‘এ’ ম্যাচে পাঠানো হতে পারে। এছাড়া, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে একটি ইনট্রা-স্কোয়াড ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের ফলে খালি হওয়া দুটি জায়গা পূরণের জন্য ভারত ‘এ’ দলের পারফরম্যান্স হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন … বড় সমস্যায় পড়তে পারে IPL 2025 প্লে-অফের দৌড়ে থাকা দল! চাপে RCB, PBKS, GT ও MI
অভিমন্যু ঈশ্বরন, যিনি দীর্ঘদিন ধরেই ভারত ‘এ’ ও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন, এবার নিজের জায়গা পাকা করতে মরিয়া হবেন। কিন্তু তাঁকে টেক্কা দিতে প্রস্তুত ২৩ বছর বয়সি সাই সুদর্শন। করুণ নায়ারও নিজের ফর্ম ধরে রেখে দলে ফেরার সুযোগ নিতে চাইবেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা মূল ইংল্যান্ড সফরের জন্য পেস বোলিংয়ের প্রথম পছন্দ। অংশুল কাম্বোজ-এরও সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন … গিল নয়, অধিনায়ক হোক…. টেস্ট দলের নেতা হওয়ার দৌড়ে নতুন নাম ভাসিয়ে দিলেন শ্রীকান্ত
সম্ভাব্য ভারত ‘এ’ একাদশ (প্রথম অনানুষ্ঠানিক টেস্ট, ইংল্যান্ড সফর ২০২৫)
অভিমন্যু ঈশ্বরন – ওপেনার, যশস্বী জসওয়াল – ওপেনার (বামহাতি, আগ্রাসী), করুণ নায়ার – মিডল অর্ডার ব্যাটার, ইশান কিষান (WK) – মিডল অর্ডার (আক্রমণাত্মক ব্যাটিং, উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি – ব্যাটার (আংশিক বোলিং করতে পারেন), ধ্রুব জুরেল – ব্যাটার/উইকেটকিপার (ইশান না খেললে কিপিং করবেন), শার্দুল ঠাকুর – অলরাউন্ডার (মিডিয়াম পেসার ও গুরুত্বপূর্ণ ব্যাটিং ক্যামিও), তনুশ কোটিয়ান – অফ স্পিন অলরাউন্ডার, আকাশ দীপ – পেসার, খলিল আহমেদ – বাঁহাতি পেসার, মানব সুথার – বাঁহাতি স্পিনার
স্ট্যান্ডবাই বা রোটেশনে সুযোগ পেতে পারেন: অংশুল কাম্বোজ (পেস), রজত পতিদার (চোট মুক্ত হলে), সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দর (দ্বিতীয় ম্যাচে)