সবুজ-মেরুনেই থেকে গেলেন টম অ্যালড্রেড। মোহনবাগানের সঙ্গে আরও এক বছরের চুক্তি করলেন স্কটিশ ডিফেন্ডার। আরও এক মরশুম সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে টম অ্যালড্রেডকে। স্কটিশ ডিফেন্ডার শনিবার মোহনবাগানের সঙ্গে আরও এক বছরের চুক্তিপত্রে সই করলেন। ক্লাব সূত্রে খবর, টমকে ধরে রাখতেই শেষ মুহূর্ত পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত সফল হয়েছে তারা।
চলতি আইএসএল মরশুমে মোহনবাগানের লিগ শিল্ড এবং আইএসএল কাপ জয়ের পিছনে অ্যালড্রেডের অবদান ছিল অনস্বীকার্য। আলবার্তো রদ্রিগেজের সঙ্গে তাঁর রক্ষণ জুটি দলকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। এই দুই সেন্টার-ব্যাক মিলেই চলতি মরশুমে মোট ১৬টি ক্লিনশিট রেকর্ড করে ছিল মোহনবাগান। এটা যে কোনও দলের জন্য এক বিশাল সাফল্য ও প্রাপ্তি।
আরও পড়ুন … বিরাট কোহলি নাকি আবারও ভারতের অধিনায়ক হতে চেয়েছিলেন, BCCI অনুরোধ নাকচ করেছে: রিপোর্ট
তবুও আইএসএল কাপ জয়ের পরই শোনা যাচ্ছিল, ক্লাব ছাড়তে চান অ্যালড্রেড। এমনকি ক্লাব কর্তৃপক্ষও তাঁর বিষয়ে প্রথমে অনাগ্রহী ছিল বলে খবর এসেছিল। বিদেশি কোটা খালি করতে গিয়ে নাম উঠেছিল তাঁরও। তবে মোহনবাগানের কোচ এবং টিম ম্যানেজমেন্ট শেষপর্যন্ত সিদ্ধান্ত নেন, অ্যালড্রেডের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা দলকে আরও এক মরশুম ভরসা দিতে পারে।
আরও পড়ুন … ২০০৭ সালে সচিনের সঙ্গে যা ঘটেছিল সেটাই কি এবার ২০২৫-এ কোহলির সঙ্গে ঘটবে?
চুক্তি সইয়ের পর ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, ‘অ্যালড্রেডের মতো লড়াকু ফুটবলারকে আমরা আরও এক বছর দলে পেয়ে আনন্দিত। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা আমাদের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবে।’
আরও পড়ুন … ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা কবে? কোহলির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন- রিপোর্ট
সবমিলিয়ে, আগামী আইএসএল মরশুমে আবারও আলবার্তো-অ্যালড্রেড জুটিকে দেখা যাবে সবুজ-মেরুন রক্ষণ সামলাতে। সমর্থকদের কাছে এ এক বড় স্বস্তির খবর। নতুন মরশুমে ট্রফি ধরে রাখার যুদ্ধে টমের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে, তা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।