বিরাট কোহলি নাকি আবারও ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে চেয়েছিলেন! সামনে এল অবাক করা এক রিপোর্ট। শোনা যাচ্ছে বিসিসিআই নাকি কোহলির সেই অনুরোধ নাকচ করে দিয়েছে। রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
একটি রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি আবারও ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে, বিসিসিআই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রিপোর্টে বলা হয়েছে, কোহলি চেয়েছিলেন নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের জন্য একজন স্থায়ী অধিনায়ক গড়ে তোলার আগে পর্যন্ত ‘স্টপ-গ্যাপ’ হিসেবে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব নিতে। তবে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই এই প্রস্তাবের সঙ্গে একমত হননি এবং তারা একটি অস্থায়ী সমাধান চাননি।
জানা যাচ্ছে বিসিসিআই ও কোচ গম্ভীরের সঙ্গে একমত ছিলেন দলের নির্বাচক অজিত আগারকর। সকলেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা একটা স্থায়ী সমাধানা চান। সেই কারণেই তাঁরা শুভমন গিল অথবা অন্য কোনও তারকাকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করতে চান, যিনি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র থেকে দায়িত্ব সামলাবেন। এরপরেই অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি নেতৃত্ব না পেয়েই টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছেন বিরাট কোহলি?
এদিকে জানা গিয়েছে BGT থেকেই ইঙ্গিত দিয়েছিলেন কোহলি
টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, বর্ডার-গাভাসকর ট্রফির সময় থেকেই কোহলি অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। প্রথম টেস্টে শতরান করার পর বাকিদের মতো তিনিও সিরিজে সংগ্রাম করছিলেন। দলের কয়েকজনকে তিনি বলেছিলেন, ‘আমি শেষ’—তবে কেউ সেটা সিরিয়াসলি নেননি, কারণ তখন সিরিজ চলছিল খুব টানটান উত্তেজনার মধ্যে।
আরও পড়ুন … ২০০৭ সালে সচিনের সঙ্গে যা ঘটেছিল সেটাই কি এবার ২০২৫-এ কোহলির সঙ্গে ঘটবে?
টেস্টে দুর্দান্ত কেরিয়ার, তবে সাম্প্রতিক ফর্ম চিন্তার
টেস্ট কেরিয়ারে কোহলি এখন পর্যন্ত ১২৩ ম্যাচে করেছেন ৯,২৩০ রান, ৩০টি শতরান সহ। গড় ৪৬.৮৫ হলেও গত চার বছরের খারাপ ফর্মে তার গড় ৫০-এর নীচে নেমে গেছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে পার্থে শতরান করলেও সিরিজে মোটে ১৯০ রান করেছিলেন। অফ-স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বারবার স্লিপে কিংবা উইকেটকিপারের হাতে ধরা পড়ার প্রবণতা আবারও চোখে পড়েছে, যা তার পুরনো টেকনিক্যাল সমস্যা হিসেবেই বিবেচিত।
আরও পড়ুন … ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা কবে? কোহলির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন- রিপোর্ট
অধিনায়কত্বে ফিরতে চাইলেও BCCI চায় না ‘স্টপ-গ্যাপ’ সমাধান
রিপোর্টে আরও বলা হয়েছে, কোহলি আবারও টেস্টে অধিনায়কত্ব নিতে চেয়েছিলেন, অন্তত কয়েকটি সিরিজের জন্য। তবে বিসিসিআই এবং প্রধান কোচ গৌতম গম্ভীর এই ‘অস্থায়ী সমাধান’-এর পক্ষপাতী নন। তারা চান, ইংল্যান্ড সিরিজ থেকেই নতুন এবং তরুণ কোনও খেলোয়াড় দায়িত্ব নিক, যাতে ভবিষ্যতের জন্য একটি স্থায়ী দল গঠন করা যায়।
একজন বিসিসিআই সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেল শুরু হচ্ছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং ধারাবাহিকতার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। এমন গুরুত্বপূর্ণ সিরিজে স্টপ-গ্যাপ সমাধান চলবে না।’
আরও পড়ুন … আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ- ভারতীয় সেনার জন্য হার্দিকের বার্তা
কোহলিকে ইংল্যান্ড সিরিজে চাই BCCI
রোহিত শর্মার অবসরের পর, বিসিসিআই চায় কোহলি যেন অন্তত ইংল্যান্ড সফরের জন্য দলের অংশ হন। তারা তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান। ২০২১ সালের ইংল্যান্ড সফরে কোহলি পাঁচ টেস্টে ২৪৯ রান করেছিলেন, গড় ছিল ২৭.৬৬। ইংল্যান্ডে তার মোট ১৭টি টেস্টে রান ১,০৯৬, গড় ৩৩.২১, যেখানে রয়েছে দুটি শতরান এবং পাঁচটি হাফ-সেঞ্চুরি।