দেব-শুভশ্রী জুটির ধূমকেতুর তুলনায় খানিক পিছিয়ে শুরু করেছিল দেবের রঘু ডাকাত। তবে পুজোর আবহে ক্রমেই উর্ধ্বমুখী দেবের ছবির ব্যবসা। মঙ্গলবার,মহাষ্টমীর দিন বক্স অফিস জুড়ে কেবল দেব ধামাকা। এদিন বক্স অফিসে প্রায় কোটি টাকার ব্যবসা হাঁকাল রঘু ডাকাত।
ছবি ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের সঙ্গে দেবের তরজা, শো হাতিয়ে দেওয়ার অভিযোগের মাঝেও ‘রঘু ডাকাত’ দেব কিন্তু স্বমহিমায় উজ্জ্বল। প্রথমদিনের লড়াইয়েই রক্তবীজ ২-কে দশ গোল দিয়েছিলেন 'রঘু ডাকাত' দেব। ক্রমেই দীর্ঘ হয়েছে ব্যবধান।
আয়ের পরিসংখ্যান এখনও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়নি। তবে Sacnilk-এর তথ্য বলছে, প্রথম ৬ দিনে দেবের ছবি আয় করেছে মোট ৩.৭। মঙ্গলবার এই আয়ের পরিমাণ প্রায় ৯১ লক্ষ টাকা। যা সোমবারের চেয়ে ৭ লক্ষ টাকা বেশি।
রক্তবীজ ২-এর গ্রাফও উপরের দিকে। মঙ্গলবার ছক্কা হাঁকিয়েছেন আবির-মিমি-ভিক্টররাও। ষষ্ঠদিন এই ছবির কালেকশন ৫৬ লক্ষ টাকা। রক্তবীজ ২-এর মোট আয় ২ কোটি ১৫ লক্ষর আশেপাশে।
শারদীয়া মানেই বাঙালির কাছে জমিয়ে পেটপুজো-আড্ডা-প্যান্ডেল হপিং আর বাংলা ছবি দেখা। এই বছরও পুজোর বক্স অফিস জমজমাট। একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে রাজ্য জুড়ে। যার মধ্যে দুটো পিরিয়ড ড্রামা (রঘু ডাকাত, দেবী চৌধুরানী), এবং রক্তবীজ ২ বর্তমান রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে বানানো ছবি এবং অনীক দত্তর যত কাণ্ড কলকাতাতেই। তবে এই রেসে প্রথম সপ্তাহের নিরিখে সুস্পষ্ট বিজেতা দেব। এক নজরে দেখে নিন রঘু ডাকাতের প্রথম ৬ দিনের আয়-
বৃহস্পতিবার (প্রথম দিন)- ৪৫ লক্ষ টাকা
শুক্রবার (দ্বিতীয় দিন)- ৩৭ লক্ষ টাকা
শনিবার (তৃতীয় দিন)- ৫০ লক্ষ টাকা
রবিবার (চতুর্থ দিন)- ৬৩ লক্ষ টাকা
সোমবার (পঞ্চম দিন)- ৮৪ লক্ষ টাকা
মঙ্গলবার (ষষ্ঠ দিন)- ৯১ লক্ষ টাকা*
(* এই তথ্য sacnilk.com-এর ডেটা অনুসারে)
সব মিলিয়ে পুজোয় মুক্তি পাওয়া বাংলা ছবি দর্শক টানছে হলে। তবে ২রা অক্টোবর মুক্তি পাচ্ছে বিগ বাজেট দক্ষিণী ছবি কান্তারা ২। যার জেরে বাংলা ছবির শো সংখ্যা কমবে। এর ফলে ব্যবসায় কী প্রভাব পড়বে আগামী দিনে সেটা দেখবার।