কবে ভারতের নতুন টেস্ট অধিনায়কের নাম জানাবে BCCI? ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হবে কবে? ভারতীয় ক্রিকেট ভক্তেরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতের ক্রিকেট বোর্ড (BCCI) আগামী ২৩ মে ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। তার আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দেখা করবেন বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা, কারণ কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন বলে খবর সামনে এসেছে।
রিপোর্টে কী বলা হচ্ছে?
ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার আগে বিরাট কোহলির সঙ্গে আলোচনা করতে চায় ক্রিকেট বোর্ড (BCCI)। Cricbuzz-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ মে বিরাট কোহলির সঙ্গে BCCI-র এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপরেই ইংল্যান্ড সফরের দল ঘোষণা করা হবে।
এক অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির অভিজ্ঞতা টেস্ট দলে কাজে লাগাতে চায় BCCI, কারণ এটাই হতে চলেছে ভারতের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন … আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ- ভারতীয় সেনার জন্য হার্দিকের বার্তা
কবে নতুন টেস্ট অধিনায়কের নাম জানাবে BCCI?
রিপোর্টে জানা যাচ্ছে ২৩ মে বিরাট কোহলির সঙ্গে কথা বলার পরে প্রেস কনফারেন্স করবে বিসিসিআই। বোর্ডের সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভারতের নতুন টেস্ট অধিনায়কের নাম প্রকাশ করা হবে। উল্লেখযোগ্যভাবে, রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের পর এই পদের দায়িত্ব কার হাতে উঠবে তা নিয়ে জল্পনা চলছে। এখনও এই পদটি খালি রয়েছে।
আরও পড়ুন … ওমানের মাটিতে ভারতীয় দলকে ভয় দেখিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বাধ্য করা হল
গুজব অনুযায়ী, তরুণ ব্যাটার শুভমন গিল এখনও পর্যন্ত এই পদের সবচেয়ে শক্তিশালী দাবিদার। তবে এর মাঝেই একাধিক নাম ভেসে উঠছে। কখনও জসপ্রীত বুমরাহর নামও শোনা যাচ্ছে। এর মাঝে বিসিসিআই কার হাতে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেয় সেটাই এখন দেখার।
আরও পড়ুন … ধর্মশালায় PBKS vs DC ম্যাচ বন্ধের আসল কারণ কী? মুখ খুললেন IPL চেয়ারম্যান অরুণ ধুমাল
বিরাট কোহলির অবসর ঘিরে আলোড়ন ভারতীয় ক্রিকেটে
শুক্রবার সকালে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, বিরাট কোহলি সম্ভবত টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে পারেন। তিনি নাকি আবারও ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রিপোর্ট অনুযায়ী, BCCI তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং একজন তরুণ ও নতুন মুখকে ভারতের ভবিষ্যৎ টেস্ট অধিনায়ক করতে চায়।
যদিও ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ ও কেএল রাহুল সহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের নাম উঠে এসেছে নেতৃত্বের বিকল্প হিসেবে, তবে নানা রিপোর্ট অনুযায়ী BCCI-র ঝোঁক আপাতত শুভমন গিল-এর দিকেই, তাঁর বয়স ও ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কোন পথে এগিয়ে চলে সেটাই দেখার।