বনেটে বসে এদিক ওদিক হাত ছুড়ে নাচ করছে কনে। ওদিকে ছাদে তলোয়ার বাগিয়ে ‘খেলা’ দেখাচ্ছে হবু বর। মাঝরাস্তায় আইন ভেঙে এমন কাণ্ডকারখানার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হল নেটদুনিয়ায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, হাইওয়েতে ট্রাফিক আইন ভাঙার এই ভিডিয়ো গোয়ালিয়রের। নেটদুনিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই তুমুল শোরগোল ওঠে। কেউ কেউ বর বউয়ের এসব কাণ্ডকারখানার নিন্দা করেন।
আরও পড়ুন - পৃথিবীর গতি কমিয়ে দিচ্ছে চিনের এই প্রকল্প! কী ক্ষতি হতে চলেছে?
দেখুন ভিডিয়ো
সাধারণ বিয়ের অনুষ্ঠান ঘিরে একেক রাজ্যে একেকরকমের সংস্কৃতি প্রচলিত। বিয়ে উপলক্ষে বরযাত্রী বা কনেযাত্রীতে প্রায়ই শোভাযাত্রার আয়োজন দেখা যায়। বর্ণাঢ্য সেই শোভাযাত্রায় সবরকম আয়োজনই থাকে। কিন্তু মাঝে মাঝে কিছু শোভাযাত্রা নিয়ম ভঙ্গও করে। যেমন গোয়ালিয়রের এই শোভাযাত্রা। নেটিজেনদের কেউ কেউ বিষয়টির নিন্দা করেছেন। অবশ্য কেউ কেউ আবার বলেছেন, এই না হলে বিয়ে!