শুভব্রত মুখার্জি: চলতি মরশুমে ফুটবল খেলতে ইউরোপ ছেড়ে এশিয়ায় পা রেখেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। সৌদি আরবের ক্লাব আল ইতিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যাদের ঘরের মাঠ জেদ্দার স্টেডিয়াম। আর সেই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তরফে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতেই ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের আয়োজক হতে চলেছে সৌদি আরব। এবার আরবের কোন মাঠে খেলা হবে, চূড়ান্ত করা হলো ভেন্যুও। ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসর যে অনুষ্ঠিত হবে জেদ্দায় তা জানিয়ে দিল ফিফা। গত সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফরে এসেছিল।তার পরেই তারা ভেন্যু হিসেবে এই শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দিল। প্রসঙ্গত ক্লাব বিশ্বকাপের এটি ২০তম আসর হতে চলেছে।
আরও পড়ুন:- চোট পেয়ে যন্ত্রণাকাতর ব্যাটারকে রান-আউট করল আয়ারল্যান্ড, নিয়মবিরুদ্ধ না হলেও প্রশ্ন উঠবে ক্রিকেটের স্পিরিট নিয়ে- Video
৬টি মহাদেশের ৭টি ক্লাবকে নিয়ে আয়োজন করা হবে এই আসরটি। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে এই আসর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটি জেদ্দার দুটি মাঠে খেলা হবে। ক্লাব বিশ্বকাপের বর্তমান ফর্ম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করা হবে চার বছর অন্তর অন্তর। অনেকটা ফুটবল বিশ্বকাপের ধাঁচে।
আরও পড়ুন:- 'আমি শুধু পারফর্ম্যান্সে বিশ্বাস করি', জাতীয় দলে রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতবহ মন্তব্য সৌরভের
নয়া ফর্ম্যাটে ২০২৫ সালে প্রথম আসরটি খেলা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১-২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে ইতিমধ্যেই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির এই আসরে খেলা নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।