মেসির থেকে দ্বিগুণ আয়! Forbes-এর বিচারে ২০২৫ সালে উপার্জনের দিক থেকে রোনাল্ডোই বিশ্বের এক নম্বর ক্রীড়াবিদ
2 মিনিটে পড়ুন Updated: 16 May 2025, 01:44 PM IST-
রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বীরা অনেক পিছিয়ে রয়েছেন-
তুলনা করলে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাস্কেটবল তারকা লেব্রন জেমসের আয় ছিল ১৩৩.৮ মিলিয়ন ডলার। রোনাল্ডোর অর্ধেকেরও কম। যদিও লেব্রন সিনেমা ও স্পোর্টস টিম কেনার মতো ব্যবসায়িক আগ্রহ বাড়িয়েছেন, তার উপার্জন এখনও রোনাল্ডোর রেকর্ড ভাঙা আয়ের ধারেকাছেও যায় না।
২০২৫ সালের Forbes তালিকায় সর্বনিম্ন আয় ছিল ৫৩.৬ মিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় ১৯ শতাংশ বেশি। ২০১৭ সালে, সেই নিম্নসীমা ছিল মাত্র ২৭.২ মিলিয়ন ডলার। অর্থাৎ আজকের একজন ক্রীড়াবিদ সেই আয়ে সে সময় তালিকার ৬ নম্বরে থাকতেন।
আরও পড়ুন … ভিডিয়ো: তুমি খুশি তো? টেস্টে অবসর নেওয়ার পরে বিরাট কোহলির উত্তর শুনে অবাক ভক্তেরা
কেন রোনাল্ডো আজও বিশ্বব্যাপী এক অদ্বিতীয় আইকন
রোনাল্ডোর অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রভাবের সবচেয়ে চোখে পড়ার মত দিক হল তার বয়স ও দীর্ঘস্থায়ী সাফল্য। যেখানে বেশিরভাগ ক্রীড়াবিদ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপার্জনে ভাটা পড়তে দেখেন, রোনাল্ডো সেখানে ব্যতিক্রম। সৌদিতে স্থানান্তর শুধু তার কেরিয়ার দীর্ঘায়িত করেনি, বরং তাকে নতুন বাজার ও দর্শকদের সামনে নিয়ে এসেছে, যার ফলে তার ব্র্যান্ড ভ্যালু আরও বেড়েছে।
আরও পড়ুন … ফিরছেন হেজেলউড, IPL 2025-এ KKR-এর বিরুদ্ধে নামার আগেই কোহলিদের RCB শিবিরে এল স্বস্তির খবর
রোনাল্ডোর এই আর্থিক প্রভাবের দীর্ঘায়ু প্রমাণ করে যে, তিনি শুধুমাত্র মাঠের খেলোয়াড় নন, বরং একজন বাণিজ্যিক জাগারনট। তার CR7 ব্র্যান্ডের পোশাক, সুগন্ধি ও ফিটনেস প্রোডাক্টস, এবং Nike ও Binance-এর মতো বিশ্বমানের ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব, তাকে এমন একটি বৈচিত্র্যময় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করতে সাহায্য করেছে, যা কেবল মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করে না।
আরও পড়ুন … দিল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা! IPL 2025-এর বাকি ম্যাচ খেলতে ফিরবেন না মিচেল স্টার্ক
বিশ্বের সবচেয়ে ফলোয় করা ব্যক্তিদের একজন হিসেবে, তার সামাজিক মাধ্যম উপস্থিতি এমন যে, যে কোনও ব্র্যান্ড বা উদ্যোগ যা তার সঙ্গে যুক্ত হয়, তা বিশ্বব্যাপী নজিরবিহীন পরিচিতি পায়। ফলে, রোনাল্ডো আজও, কেরিয়ারের গোধূলিলগ্নেও, অপরিসীম বাজার মূল্য ধরে রেখেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।