সদ্য রাজস্থানের খইরতাল তিজারা জেলায় ৩৫ বছর বয়সী হনসরামের মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর দেহ একটি নীল ড্রামের মধ্যে পাওয়া যায়। মূলত উত্তর প্রদেশের বাসিন্দা হনসরাম বহুদিন ধরে স্ত্রী সন্তানদের নিয়ে থাকছিলেন রাজস্থানে। গত রবিবার তাঁরই বাড়ির আশপাশের বাসিন্দারা এলাকায় পচা গন্ধ ঘিরে পুলিশকে খবর দেন। পুলিশ আসতেই উদ্ধার হয় ড্রাম।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, হানসরামের গলা কাটা অবস্থায় তাঁর দেহ ড্রামের মধ্যে ঢোকানো ছিল। তদন্ত বলছে, অভিযোগ রয়েছে, হনসরামের স্ত্রী সুনীতাই তাঁর স্বামী হনসরামকে খুন করে। এক্ষেত্রে সুনীতাকে সহযোগিতা করে তাঁর নতুন আলাপ হওয়া প্রেমিক। বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি, সুনীতার সঙ্গে তাঁর বাড়িওয়ালার সম্পর্ক গড়ে ওঠে। দেড় মাস হয়েছে সুনীতা ও বাড়িওয়ালা জিতেন্দ্রর আলাপ। এদিকে, জিতেন্দ্রর আগে একটি বিয়ে ছিল। তাঁর স্ত্রী ১২ বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে জিতেন্দ্র একাই ছিলেন। তাঁরই বাড়িতে ৩ সন্তানকে নিয়ে হানসরাম ও তাঁর স্ত্রী থাকছিলেন। জানা যাচ্ছে, প্রথমে জিতেন্দ্রর ভালো বন্ধুত্ব হয় হনসরামের সঙ্গে। তারপর তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় সুনীতার সঙ্গে। এদিকে, দেখা যায়, ইঁটভাটায় কর্মরত হনসরামের সঙ্গে জিতেন্দ্র একসঙ্গে বসে মদ্যপানও করেছেন অনেক সময়। এমনই দাবি পড়শিদের। এদিতে, ফেসবুক রিলের খুব ভক্ত জিতেন্দ্র। একই পছন্দ সুনীতারও। দুজনেই রিল বানাতে ভালোবাসতেন। এরপরই দুজনের প্রেম।
( Shani Astrology: কৃপার মেজাজে শনিদেব! কপাল খুলবে কাদের? প্রাপ্তির ঝুলিতে কী কী!)
( Surya Kumar on Gill: জল্পনার পারদ চড়িয়ে এশিয়া কাপে গিল ভাইস ক্যাপ্টেন! মুখ খুললেন অধিনায়ক 'SKY')
( Graha Gochar: ২০২৫র দুর্গাপুজোর মাসে বহু রাশির কপালে সুসময়ের জোয়ার! লাকিদের লিস্টে কারা?)
জানা যায়, জন্মাষ্টমী উদযাপনের সময়ই জিতেন্দ্র আর সুনীতা হনসরামের খুনের ছক কষেন। সেদিনই জিতেন্দ্রর মা হঠাৎ মন্দির থেকে বাড়ি ফিরে এসে দেখেন বাড়ি শুনসান, কেউ নেই। তদন্ত বলছে, নীল রঙের ড্রাম ব্যবহার করে হানসরামকে খুন করে তাঁর জেহ ঢুকিয়ে দেওয়া হয়। এই খুন বহুদিনের পরিকল্পিত বলে জাবি করছেন তদন্তকারীরা।