দুর্গাপুজো ২০২৫ মাস ঘুরলেই। সেপ্টেম্বরের শেষে ২৮ তারিখ থেকে এবার শুরু দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর মাসেই একাধিক গ্রহের গোচর রয়েছে। তার প্রভাব দেশ ও দুনিয়ায় পড়তে চলেছে। দুর্গাপুজোর মাসের এই গ্রহ গোচর ঘিরে একাধিক রাশির জাতক জাতিকারা যেমন লাভ পাবেন, তেমনই বহু রাশির জাতক জাতিকারা কঠিন সময়ের মুখেও পড়তে পারেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
মেষ
এই রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস খুবই লাকি হতে চলেছে। দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা এবার সম্পন্ন হতে পারে। আত্মবিশ্বাস হু হু করে বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। মান সম্মান বাড়তে পারে। চাকরি থেকে ব্যবসায় বিপুল লাভ আসতে পারে। ব্যবসায় দারুণ সমস্ত লাভ আসতে পারে।
মিথুন
বুধের কন্যা রাশিতে যাওয়ার জন্য ভদ্র মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। আপনার লগ্নভাবে বসে রয়েছেন বৃহস্পতি। আপনি এই সময় নানান পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। মান সম্মান বাড়তে থাকবে। শিক্ষা ক্ষেত্রে দারুণ লাভ হবে। বাড়ি, গাড়ি, সম্পত্তি কিনতে পারবেন। ব্যবসায়ী জাতক জাতিকারা দারুণ লাভ পাবেন।
( Bagdogra-Gangtok: বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা চালু, টিকিটের খরচ কত? লাগেজ কতটা নেওয়া যাবে?)
( Shani Astrology: কৃপার মেজাজে শনিদেব! কপাল খুলবে কাদের? প্রাপ্তির ঝুলিতে কী কী!)
( Weekly Rashifal 17 to 23: সাপ্তাহিক রাশিফলে দেখে নিন ১৭ থেকে ২৩ অগস্ট কেমন কাটবে? রইল জ্যোতিষমত)
কর্কট
এই সময় চন্দ্র কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করবেন। তাতে সূর্য বুধের বুধাদিত্য যোগও তৈরি হবে। সব মিলিয়ে সব দিক থেকে সেপ্টেম্বরে কর্কট রাশির ভাগ্যে আসবে দারুণ চমক। রাজনীতির সঙ্গে জড়িতরা বিশেষ লাভ পেতে পারেন।
এছাড়াও সেপ্টেম্বরে সিংহ, তুলা, ধনু রাশির জাতক জাতিকারাও লাভ পাবেন। তাঁরা চাকরি, শিক্ষাক্ষেত্র ব্যবসায় ভালো লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম বাংলা। বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন। )