'ওই ২৬ পরিবারের প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনও আবেগ নেই।' এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বয়কট-বিতর্কের মধ্যে মুখ খুললেন পহেলগাঁও হামলায় শিকার নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্যা দ্বিবেদী।গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা, অপরাশেন সিঁদুর ও ওয়াঘা সীমান্তের দুই দেশের উত্তেজনার পর এই প্রথম বাইশ গজে আয়োজিত হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আর এই নিয়ে কড়া অবস্থান নিলেন ঐশ্বন্যা দ্বিবেদী।
কয়েকমাস আগেই পহেলগাঁওয়ে নৃশংস হামলার সাক্ষী থেকেছে গোটা দেশ। পাল্টা 'অপারেশেন সিঁদুর' অভিযানে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। সব মিলিয়ে ২২ এপ্রিল পরবর্তী ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় ২০২৫ সালের এশিয়া কাপে রবিবার যুযুধান দুই প্রতিপক্ষ একে অপরের মুখোমুখি হতে চলেছে৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের অনুমতি দেওয়ায় একাধিক রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। সব মিলিয়ে রবিবারের ম্যাচের আগে মাঠের বাইরে উত্তেজনা বাড়ছে। এই আবহে নিহত শুভমের স্ত্রী ঐশ্বন্যা দ্বিবেদী ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, 'ভারত-পাকিস্তানের ম্যাচের প্রস্তাব গ্রহণ করা উচিত হয়নি বিসিসিআই-এর। আমার মনে হয় ওই ২৬ পরিবারের প্রতি বিসিসিআই-এর কোনও আবেগ নেই। আমাদের ক্রিকেটাররা কী করছেন? বলা হয় যে ক্রিকেটাররা জাতীয়তাবাদী। ক্রিকেটকে আমাদের জাতীয় খেলা হিসেবে দেখা হয়। কিন্তু এক-দু’জন বাদে কোনও ক্রিকেটারই এগিয়ে এসে বলেননি যে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত। বিসিসিআই কাউকে বন্দুক দেখিয়ে খেলতে বাধ্য করতে পারে না। ক্রিকেটারদের দেশের জন্য অবস্থান নেওয়া উচিত ছিল। কিন্তু তাঁরা সেই অবস্থান নিচ্ছেন না।'
আরও পড়ুন-পাক-চিনের হাঁটুতে কাঁপুনি ধরবে! ২০৩৫-র মধ্যে বড় পরিকল্পনা ভারতীয় নৌসেনার
এরপরেই তিনি প্রশ্ন তুলেছেন, 'স্পনসর ও সম্প্রচারকারীদের আমি জিজ্ঞাসা করতে চাই, ওই ২৬ পরিবারের প্রতি তাঁদের জাতীয়তাবাদ কি শেষ হয়ে গিয়েছে? এই ম্যাচ থেকে যে রাজস্ব পাওয়া যাবে, তা কীভাবে ব্যবহার করা হবে? পাকিস্তান এই অর্থ সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করবে। পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র। আপনারা ওদের অর্থ দেবেন এবং ওরা যাতে আবার আমাদের উপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিতে পারে সেই কাজে সাহায্য করবেন। আমি এটা বুঝতে পারছি না। সবার কাছে আমার আর্জি, এই ম্যাচ বয়কট করুন। এই ম্যাচ দেখতে যাবেন না। এই ম্যাচ দেখার জন্য টিভি খুলবেন না।' বস্তুত, বিয়ের মাস দুইয়েকের মধ্যে হানিমুনে গিয়ে পাহেলগাঁওতে হামলার স্বীকার হন শুভম দ্বিবেদী। অন্ততনাগের বৈসরনেই জঙ্গিরা এলোপাথাড়ি গুলিতে শুভম দ্বিবেদীকে ঝাঁঝরা করে দেয়। এরপরেই ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুর শুরু করা হয়। পাক অধিকৃত কাশ্মীর-সহ পাকিস্তানের নানা জায়গায় আক্রমণ করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের সেনাবাহিনী।
আরও পড়ুন-পাক-চিনের হাঁটুতে কাঁপুনি ধরবে! ২০৩৫-র মধ্যে বড় পরিকল্পনা ভারতীয় নৌসেনার
উল্লেখ্য, রবিবারই সলমন আঘার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে সূর্যকুমার যাদবের ভারত। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ।