টুইটারে বেশ জনপ্রিয় হর্ষ গোয়েঙ্কা। প্রায়শই নানা অনুপ্রেরণামূলক ও মজার ভিডিয়ো টুইট করেন শিল্পপতি। এবার তিনি আরেক কিংবদন্তি শিল্পপতি রতন টাটার একটি পুরানো ভিডিয়ো শেয়ার করেছেন। টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এমেরিটাসের জীবনের অনুপ্রেরণা কী? এমন স্তরে পৌঁছে গেলে মানুষের চালিকাশক্তি কী থাকতে পারে? সেটাই শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা।
রতন টাটা তাঁর জনহিতকর কাজের জন্য সুপরিচিত। তাঁর কাছে শিল্প, ব্যবসা এগুলি শুধুমাত্র মুনাফার জন্য কোনওদিনই ছিল না। দেশ, সমাজকে এগিয়ে যেতে সাহায্য করাই টাটা গোষ্ঠীর মূলে। টাটা গোষ্ঠীর সেই মূল ভাবনাই যেন আবারও ফুটে উঠেছে এই ভিডিয়োতে। আর পাঁচজনের কাছে যেটা করা 'অসম্ভব' সেটা বাস্তবায়িত করাই রতন টাটার লক্ষ্য। তিনি নিজেই তাঁর এই ভাবনার কথা বলেছেন। সেই ভিডিয়োই শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। আরও পড়ুন : সুপুরুষ! রতন টাটার তরুণ বয়সের ছবিতে মোহিত নেটিজেনরা
দেখুন ভিডিয়ো :
সোমবার সন্ধ্যায় হর্ষ গোয়েঙ্কা এই ছোট্ট ক্লিপটি পোস্ট করেছেন। তারপরেই থেকে এই ভিডিয়োতে প্রায় ৫০ হাজার ভিউ এসেছে। ২,৩০০-এরও বেশি লাইক পড়েছে এই টুইটে। টুইটার ব্যবহারকারীরা হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। অনেকেই রতন টাটাকে জীবন্ত 'লেজেন্ড' বলে অভিহিত করেছেন।
কমেন্টে একজন লিখেছেন 'একেবারে সত্যি কথা। এই কারণেই যখন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি রতন টাটাকে বলেছিল যে ১ লক্ষ টাকার নিচে গাড়ি তৈরি করা সম্ভব নয়, তখনই তিনি সেটা সম্ভব করে দেখান(টাটা ন্যানো)।' আরও পড়ুন : হোটেলে BMW-অডির ভিড়, Tata Nano-তে চড়ে প্রবেশ রতন টাটার