হালে ইন্স্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন রতন টাটা। তারপর থেকেই নানান মজার পোস্ট করে নেটিজেনদের মন জয় করছেন তিনি। যাকে বলে তাঁর সোশ্যাল মিডিয়া গেম একেবারে অন পয়েন্ট! বৃহস্পতিবার তিনি #ThrowbackThursday একটি ছবি পোস্ট করেন, যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। #ThrowbackThurday মানে বৃহস্পতিবার পুরোনো কোনও স্মৃতি শেয়ার করা সোশ্যাল মিডিয়ায়।
নিজের তরুণ বয়সের একটি ছবি শেয়ার করেন রতন টাটা। তখন লস অ্যাঞ্জেলেসে ছিলেন তিনি। এর কিছুদিন পরেই ভারতে ফিরে আসেন তিনি। ছবিতে রীতিমত সিনেমার হিরোর মতো লাগছেন তিনি, অভিমত নেটিজেনদের।
একদিনের মধ্যে প্রায় চার লক্ষ লাইক এসেছে ছবিতে। কেউ তাঁকে বলছেন হলিউড হিরো, কয়েক জনের মতে তিনি ক্যাপ্টেন মার্ভেল। অনেকেই আবার রতন টাটার রসবোধের প্রশংসা করেন তিনি। দ্রুত ছবি ছড়িয়ে যায় টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায়।

রতন টাটার এই ছবি দেখার পর অন্যান্য সেলিব্রিটিদেরও পুুরোনো ছবি শেয়ার করেন নেটিজেনরা। সব মিলিয়ে আনন্দ মহিন্দ্রার পরে রতন টাটার সোশ্যাল মিডিয়া পোস্টেও মজেছেন সবাই।