US Presidential Elections 2020: ভোটের বিশ্ব মানচিত্রে ‘নীল’ ভারত, কাশ্মীর ও উত্তর-পূর্বকে বাদ ট্রাম্প পুত্রের
1 মিনিটে পড়ুন Updated: 04 Nov 2020, 01:01 PM ISTমোদীকে খোঁচা দিয়েছে কংগ্রেস।
মোদীকে খোঁচা দিয়েছে কংগ্রেস।
বোঝাতে চেয়েছিলেন, দাপটের সঙ্গে নির্বাচনে জিতবে বাবা ডোনাল্ড ট্রাম্প। আর তা করতে গিয়ে বিপত্তি বাঁধিয়ে বসলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে। ‘লাল ঝড়’-এর পূর্বাভাস দিয়ে বিশ্বের যে মানচিত্র প্রকাশ করলেন, তাতে ভারতকে নীলে দেখালেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। কিন্তু জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের অংশকে আবার লাল দিয়ে চিহ্নিত করলেন।
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল : লাইভ আপডেটস
আপাতত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গণনা-পর্ব চলছে। তার আগে মঙ্গলবার টুইটারে নিজের পূর্বাভাস দিয়ে বিশ্বের মানচিত্রের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প জুনিয়র। তাতে অধিকাংশ বিশ্ব লাল ছিল। যা রিপালবিকান তথা তাঁর বাবার দলের রং। ভারতে অবশ্য নীল রং ছিল। কিন্তু জম্মু ও কাশ্মীরকে লাল রঙে রাখা হয়েছে। তা ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের ‘বিচ্ছিন্নতা’-কে ইঙ্গিত করেছে। একইসঙ্গে ট্রাম্প জুনিয়রের ‘লাল ঝড়’-এ ঠাঁই পেয়েছে উত্তর-পূর্ব ভারতও। সেখানেও ভারতের সঙ্গে উত্তর-পূর্বের ‘বিচ্ছিন্নতা’-কে ইঙ্গিত করা হয়েছে।