বাংলা নিউজ > ঘরে বাইরে > Train Reserved Ticket Rule Change: ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার নিয়ম বদল আজ থেকে, আর আগেই যাঁরা কেটেছিলেন...
পরবর্তী খবর
ভারতীয় রেলের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। সেই মতো আজ থেকে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটার সময়সীমা বদলে যাচ্ছে। এর আগে আগাম টিকিট কাটার সময়সীমা শুরু হত ১২০ দিন আগে থেকেই। অর্থাৎ, যাত্রার ১২০ দিন আগে সংরক্ষিত আসনের টিকিট কাটা যেত। তবে সেই সময়সীম কমিয়ে আনল রেল। এখন থেকে যাত্রার ৬০ দিন আগে পর্যন্ত টিকিট কাটা যাবে। এদিকে এই নয়া নিয়ম ১ নভেম্বর (২০২৪) থেকে কার্যকর হয়ে গেলেও, যে যাত্রীরা আগেই টিকিট কেটেছেন, এতে তাঁদের কোনও সমস্যা হবে না। (আরও পড়ুন: মাসের শুরু লম্বা সরকারি ছুটি দিয়ে, দিওয়ালির জন্য ১-২ নভেম্বর কোথায় বন্ধ ব্যাঙ্ক?)