জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। আর হামলার পরই পহেলগাঁও উপত্যকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু পহেলগাঁও নয়, জম্মু ও কাশ্মীরের অন্যান্য জায়গাও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এই আবহে জম্মু ও কাশ্মীরে থাকা বাকি পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার তৎপরতা শুরু হয়েছে।শ্রীনগর বিমানবন্দরে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। এই পরিস্থিতিতে আকাশ ছুঁয়েছে টিকিটের মূল্য।এমন অবস্থায় শ্রীনগর রুটে বিমান ভাড়া যাতে না বাড়ে, তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণ।
বুধবার শ্রীনগর থেকে অতিরিক্ত বিমান চালানোর কথা ঘোষণা করেছে উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে চারটি অতিরিক্ত বিমান চালানোর কথা বলা হয়েছে। তবে কলকাতা পর্যন্ত কোনও অতিরিক্ত বিমান চালানোর কথা জানানো হয়নি।এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা বিচার করে এয়ার ইন্ডিয়া শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগরের এই পরিস্থিতিতে তারা ভ্রমণের জন্য পুনঃনির্ধারণ বা বাতিলের জন্য ছাড় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে, যা ২২ এপ্রিল বা তার আগে করা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য।ইন্ডিগোর এক আধিকারিক জানান, 'আমরা শ্রীনগর থেকে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে দুটি অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছি।'
এদিকে, জম্মু ও কাশ্মীরের এই পরিস্থিতিতে উড়ান সংস্থাগুলি যাতে ভাড়া বৃদ্ধি না করে তা নিশ্চিত করতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু অপারেটরদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।বৈঠকের পর কেন্দ্রের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'দুঃসময় যাত্রীদের উপর আর্থিক চাপ এড়াতে বিমান সংস্থাগুলিকে স্বাভাবিক মূল্য নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।' পর্যটকদের ফিরিয়ে আনার জন্য মন্ত্রী রাজ্য সরকারগুলির সঙ্গেও যোগাযোগ করেছেন।বিবৃতিতে আরও বলা হয়, 'মন্ত্রী মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য। মন্ত্রী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেওও কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেছেন।' হামলায় নিহতদের মধ্যে বিশাখাপত্তনমের বাসিন্দা চন্দ্র মৌলিও ছিলেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু ব্যক্তিগতভাবে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন এবংবাসিন্দা চন্দ্র মৌলির মৃতদেহ বিমানে করে ভাইজ্যাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন।পাশাপাশি নাইডু সমস্ত বিমান সংস্থাকে মৃতদেহ পরিবারের কাছে ফেরাতে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।