ছিল বেড়াল হয়ে গেল রুমাল। অনলাইনে ফুড চেইনের ডেলিভারি বয়ের পোশাকে এসে সোনার দোকান লুট করে চম্পট দিল দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আর দিনেদুপুরে এমন ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।ইতিমধ্যে দু’জন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী! উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় সিদ্ধান্ত ইন্ডিয়া ব্লকের
গাজিয়াবাদের ওই সোনার দোকানে ডাকাতির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৪ জুলাই দুপুর ৩,৩০ নাগাদ দুইজন ডেলিভারি বয় একজন ফুড ডেলিভারি পার্টনার সুইগির পোশাক পড়ে এবং ওপর একজন পণ্য ডেলিভারি চেইন ব্লিংক-ইট-এর পোশাক পড়ে সোনার দোকানে প্রবেশ করে। সেই সময় দোকানের মালিক সেখানে উপস্থিত ছিলেন না। শুধুমাত্র একজন কর্মীচারীই ছিলেন। তাঁরা ঢুকেই দোকানের কর্মচারীকে মারধর করে তাঁদের সঙ্গে থাকা ব্যাগগুলোতে গয়না ভরতে থাকেন। এরপর দিনের আলোয় সকলের সামনে বাইকে করে তাঁরা চম্পট দেয়। এরপরেই দোকানের কর্মচারী বাইরে এসে সাহায্যের জন্য ডাকাডাকি করতে শুরু করেন।
আরও পড়ুন-ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী! উপরাষ্ট্রপতি নির্বাচনে বড় সিদ্ধান্ত ইন্ডিয়া ব্লকের
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, প্রায় ছয় মিনিট সময় ধরে ওই দোকানে ডাকাতি করে দুই ব্যক্তি। সেই সময় দোকানে শুধুমাত্র একজন কর্মচারী শুভম উপস্থিত ছিলেন। দোকানের মালিক কৃষ্ণ কুমার ভর্মা দুপুরের খাবারের জন্য বাইরে গিয়েছিলেন। ডাকাতির খবর পেয়েই পুলিশে খবর দেন দোকানের মালিক।ডিসিপি নিমিশ পাতিল বলেন, 'বাইকে করে দু'জন অজ্ঞাত ব্যক্তি গয়নার দোকানে ঢুকে বন্দুক তাক করে ২০ কেজি রূপো এবং ২৫ গ্রাম সোনা লুট করেছে... পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্তের জন্য ৬টি দল পাঠানো হয়েছে... ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।' ডাকাতির নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে দোকানের কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দু’জন সন্দেহভাজনের খোঁজ শুরু করেছে পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে তারা।