পাকিস্তানি সেনার আস্থাভাজন হয়েই ২০১৮ সালে পাকিস্তানের গদিতে বসেছিলেন ইমরান খান নিয়াজি। পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ জেতানো কাপ্তান অবশ্য দেশের কাপ্তান হিসেবে নিজের মেয়াদ শেষ করতে পারলেন না। মধ্যরাতের নায়কীয় ভোটাভউটিতে প্রধানমন্ত্রী পদ খোয়ান ইমরান খান। জানা গিয়েছে, এর আগেই পাক সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান খান। উল্লেখ্য, আইএসআই প্রধান নিয়োগকে ঘিরে সেনা প্রধান ও প্রধানমন্ত্রীর মধ্যে যেই দূরত্ব তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত চলতে থাকে। ইমরানের আমেরিকা বিরোধী মন্তব্যের মাঝেই জেনারেল বাজওয়া আমেরিকাকে ‘গুরুত্বপূর্ণ পার্টনার’ বলে অভিহিত করেছিলেন। এই পরিস্থিতিতে নিজের গদি বাঁচানোর শেষ চেষ্টায় সেনা প্রধানকে অপসারিত করতে চেয়েছিলেন ইমরান খান। এমনই দাবি করা হয় বিবিসি ঊর্দুর একটি রিপোর্টে। যদিও সেখানে সরাসরি পাক সেনা প্রধানের নাম উল্লেখ করা হয়নি।