পুজোর মুখে আমূলের ৭০০টির বেশি পণ্যের দাম কমে যাচ্ছে। আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে নয়া জিএসটির হার কার্যকর হচ্ছে। সেই পরিস্থিতিতে সোমবার থেকে পনির, আইসক্রিম, চকোলেট, চিজ, কনডেনসড মিল্ক-সহ আমূলের বিভিন্ন পণ্যের দাম কমে যাচ্ছে। আমূলের মূল সংস্থা গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, নয়া জিএসটি কার্যকর হওয়ার জেরে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: আজ বাতিল ৪৩ ট্রেন, কাল আরও ২৬টি, কুড়মি আন্দোলনে ধাক্কা রেলের, রইল পুরো তালিকা
আমূলের কোন কোন জিনিসের দাম কমছে?
১) মাখন: প্রতি ১০০ গ্রামে দাম ৬২ টাকা থেকে কমে ৫৮ টাকা হচ্ছে।
২) ঘি: প্রতি লিটারে দাম ৬৫০ টাকা থেকে কমে ৬১০ টাকা হচ্ছে। অর্থাৎ ৪০ টাকা কমছে।
৩) চিজ ব্লক: প্রতি কেজিতে দাম ৫৭৫ টাকা থেকে কমে ৫৪৫ টাকা হয়েছে। অর্থাৎ ৩০ টাকা কমেছে।
৪) পনির: এতদিন ২০০ গ্রাম পনিরের দাম পড়ছিল ৯৯ টাকা। এখন সেটা কমে ৯৫ টাকা হয়ে যাচ্ছে।
৫) আইসক্রিম: আমূল আইসক্রিমের দাম এখন কমে যাচ্ছে। আগে ১০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে ছিল আইসক্রিম। এখন সেটা কমে ৯ টাকা থেকে ৫৫০ টাকার স্তরে আসছে।
৬) আমূল প্রোটিন: ১৫০ টাকা থেকে ৪,১০০ টাকার মধ্যে দাম ছিল। ২২ সেপ্টেম্বর থেকে সেটা ১৪৫ টাকা থেকে ৩,৬৯০ টাকার মধ্যে থাকবে।
৭) ফ্রোজেন স্ন্যাকস: এখন ৪৫ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে আছে দাম। সেটা সোমবার থেকে কমে যাবে। ৪২ টাকা থেকে ৩৮০ টাকার মধ্যে থাকবে।
৮) বেকারি পণ্য: আপাতত বেকারির পণ্যের দাম পড়ছে ১১ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে। সোমবার থেকে দামটা কমে যাচ্ছে। ১০ টাকা থেকে ২৭০ টাকার মধ্যে পড়বে দাম।
আরও পড়ুন: প্লেনকেও হারিয়ে দেবে নয়া লোকাল ট্রেন! টেন্ডার ২৩৮টির, নন-এসি কোচেও অটোমেটিক ডোর

দুধের দাম কি কমে যাচ্ছে?
তবে দুধের দাম কমছে না। কারণ পাউচ এবং প্যাকেজজাত দুধের ক্ষেত্রে জিএসটি ধার্য করা হত না। ফলে এখন দুধের দাম যেমন আছে, সেরকমই থাকবে। পুজোর মুখে দুধের দাম না কমলেও পনির, মাখন, ঘি, আইসক্রিমের মতো জিনিস সস্তা হওয়ায় বাঙালিরা লাভবান হবেন।
আরও পড়ুন: ৩০০ GB পর্যন্ত ডেটা, Jio-র এসব প্ল্যানগুলি জানলে চমকে যাবেন, শুরু ৩৪৯ টাকা থেকে
আমূলের মূল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা বলেছেন, 'পাউচ দুধের দাম কমানোর কোনও প্রস্তাব দেওয়া হয়নি, কারণ জিএসটির কোনও হেরফের করা হয়নি। আর পাউচ দুধের ক্ষেত্রে বরাবরই জিএসটি শূন্য ছিল।'