‘১৫০ বছর বাঁচতে পারে মানুষ!’ মাইক্রোফোন অন থাকার জেরে ফাঁস হয়ে গেল রাশিয়া ও চিনের প্রেসিডেন্টের গোপন কথা। অঙ্গ প্রতিস্থাপন নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন দুই রাষ্ট্রনেতা। কিন্তু মাইক যে অন রয়েছে, তা বুঝতে পারেননি তাঁরা। যার ফলে তাদের কথা শুনতে পায় আমজনতাও। মানুষের আয়ু নিয়ে দুই নেতার এই মন্তব্য রীতিমতো ভাইরাল নেটজগতে।
প্রসঙ্গত উত্তর কোরিয়ার কিম জং উন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি কুচকাওয়াজ দেখার জন্য দুই ডজনেরও বেশি বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধিদলকে আহবান জানান। তখনই দুজনের মধ্যে কথা হচ্ছিল এই নিয়ে। যা মাইক অন থাকায় শুনতে পায় আমজনতা।
আরও পড়ুন - গাড়ি, বাইক থেকে ফুটওয়্য়ার.. কোনটা দামি, কোনটা সস্তা? GST কাউন্সিলের বৈঠকে নজর
ভ্লাদিমির পুতিনের অনুবাদককে ওই সময় বলতে শোনা যায়, ‘বায়োটেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে। মানুষের অঙ্গ প্রতিস্থাপন করা এখনও খুব সহজ। ফলে মানুষ খুব সহজেই বেশি বছর বয়স পর্যন্ত বাঁচতে পারবে।’ এর উত্তরে অন্য চিনের প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ‘কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেছেন যে এই শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে’
প্রসঙ্গত এই সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন খুব কাছ থেকে হেঁটে যাচ্ছিলেন। তিনি তাঁদের দিকে তাকিয়ে হাসেন। যদিও মন্তব্যগুলি তার জন্য অনুবাদ করা হচ্ছে কি না তা স্পষ্ট বোঝা যায়নি। সিসিটিভি ক্লিপে পুতিনের কথাও রাশিয়ান ভাষায় স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না।
আরও পড়ুন - একগুচ্ছ মামলা, একটায় জামিন পেলেও পুজোতে জেলেই পার্থ! অন্যদিকে রাকেশ সিংহ…
এই মন্তব্য মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হওয়ার পর সিসিটিভি তিয়েনআনমেন স্কোয়ারের একটি বিশাল দৃশ্য দেখাতে শুরু করে। এর ফলে অডিওটি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর, তিন রাষ্ট্রনেতাকে ফের পর্দায় দেখা যায়। তাঁরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যান।
প্রসঙ্গত, চীনের কুচকাওয়াজে ৫০,০০০-এরও বেশি দর্শক উপস্থিত ছিলেন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং নৌ-ড্রোন সহ উন্নত চীনা অস্ত্র প্রদর্শন করা হয়েছিল। জনতার উদ্দেশে শি জিনপিং সতর্ক করে দিয়েছিলেন যে বিশ্বকে "শান্তি অথবা যুদ্ধ" এর মধ্যে একটি বেছে নিতে হবে।