কংগ্রেস এমপি রাহুল গান্ধী। লোকসভার বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন তিনি। রাহুলের মতে, মেক ইন ইন্ডিয়া পুরো ব্যর্থ। বর্তমান সরকারের আমলে ভারতের উৎপাদন ক্ষেত্র পুরোপুরি ভুগছে।
রাহুল গান্ধী বলেন, মেক ইন ইন্ডিয়া একটা ভালো চিন্তাভাবনা। কিন্তু এটা ডাহা ফেল করেছে।
রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের প্রস্তাব করেছিলেন। আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া। আর তার ফল তো আপনাদের সামনেই হাজির। উৎপাদনক্ষেত্রে জিডিপি ১৫.৩ শতাংশ ছিল ২০১৪ সালে। সেটা আরও নেমে গিয়ে হয়েছে ১২.৬ শতাংশ। ৬০ বছরে এটা সর্বনিম্ন।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষ দিচ্ছি না। তিনি চেষ্টা করেননি এটা বলা ঠিক হবে না। আমি বরং এটা বলব যে প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন কিন্তু তিনি ব্যর্থ। আমি উৎপাদনক্ষেত্রকে চিনের হাতে তুলে দিয়েছি।
রাহুল গান্ধী একটি শক্তিশালী উৎপাদন ক্ষেত্র তৈরির ক্ষেত্রে ভারতের অসমর্থতার কথাকে তুলে ধরেন। তিনি জানিয়েছেন, যে কোনও দেশ দুটি বিষয়কে তুলে ধরে। একটা হল ভোগ আর অপরটি হল উৎপাদন। বর্তমানে এটাকে পরিষেবা বলে উল্লেখ করা হয়। আর এক সংগঠিত প্রোডাকশনকে ম্যানুফাকচারিং বলে উল্লেখ করা হয়। তবে কেবলমাত্র ম্যানুফ্যাকচারিংয়ের থেকে এই প্রোডাকশনে অনেক বড় বিষয় থাকে। তবে এই অর্গানাইজিং প্রোডাকশনে আমরা বেশ ব্যর্থ।