ব্রুকলিনে সিনাগগ থেকে হেঁটে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলা এবং তাঁর দুই কন্যা সন্তানের। জানা গিয়েছে, সেই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও অনেকে। এদিকে যে অভিযুক্ত ব্যক্তি গাড়িটি চালাচ্ছিল, তার লাইসেন্স আগেই স্থগিত করা হয়েছিল। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, নিহত মহিলার চার বছর বয়সি ছেলেও গুরুতর ভাবে আহত হয়েছে এই দুর্ঘটনায়। সে আপাতত হাতপাতালে ভরতি। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে সে। এ ঘটনায় সব মিলিয়ে আহত হয়েছেন মোট নয়জন। আর এখনও মৃত ৩। (আরও পড়ুন: তিন বন্ধুর সমকামী সম্পর্কে বাধা, স্ত্রীকে খুন স্বামীর, সাহায্য দুই পার্টনারের)
আরও পড়ুন: কলকাতায় ছুটতে শুরু করল নতুন ২টি চিনা ডালিয়ান রেক, কোন রুটে চালু এই মেট্রো?
রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অর্থোডক্স ইহুদি অধ্যুষিত গ্রেভসেন্ডের কোয়ান্টিন রোডের কাছে ওশান পার্কওয়েতে। জানা গিয়েছে টয়োটা ক্যামরির উবারের সঙ্গে ধাক্কা খায় একটি অডি। সেই সংঘর্ষের পরই অডি চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকা ইহুদি পরিবারের ওপর দিয়ে গাড়িটি চালিয়ে দেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, 'আমি যেন বিস্ফোরণের আওয়াজ শুনতে পারছিলাম। সেটা ভূমিকম্পের মতো ছিল। এই আওয়াজ প্রায় ৩০ সেকেন্ড ধরে চলেছিল। মনে হচ্ছিল পৃথিবী যেন এক সেকেন্ডের জন্য থমকে গিয়েছে।' (আরও পড়ুন: বড় পদক্ষেপ মায়ানমারের বিদ্রোহীদের, অপারেশন ব্রহ্মার জন্যে প্রস্তুত ভারতীয় সেনা)
রিপোর্ট অনুযায়ী, অডি গাড়িটি চালাচ্ছিলেন মিরিয়াম ইয়ারিমি। ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, গাড়িটি ক্রসওয়াকের ওপর দিয়ে চালিয়ে দিয়েছিল চালক। এর জেরে ৩৫ বছর বয়সি ওই নারী এবং তাঁর ৮ ও ৬ বছর বয়সি দুই মেয়ে নিহত হয়েছে। এই দুর্ঘটনাটি এমন একজন ঘটিয়েছে, যার রাস্তায় গাড়ি চালানোর কথা না।