বাংলা নিউজ > ঘরে বাইরে > Hindi Controversy: ‘হিন্দি না বলতে পারলে ছাড়তে হবে দেশ’, ভাষা বিতর্কে ঘি ঢাললেন যোগীর মন্ত্রী
পরবর্তী খবর
হিন্দি ভালোবাসে না তাদের বিদেশি বলে ধরে নেওয়া হবে এবং যারা হিন্দি বলতে পারে না তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। এমনই মন্তব্য করে এবার ভাষা বিতর্কে ঘি ঢাললেন উত্তরপ্রদেশের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিশাদ। উল্লেখ্য, মন্ত্রী সঞ্জয় নিষাদ নির্বল ভারতীয় শোষিত হামারা আম দলের প্রধান। সাধারণত তাঁর দলকে নিশাদ দল বলে ডাকা হয়। উত্তরপ্রদেশের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জোটসঙ্গী এই নিশাদ। সেই সুবাদে তিনি যোগীর মন্ত্রিসভার সদস্য। (আরও পড়ুন: ‘মহিলাদের উপরে কেন বিজেপি অত্যাচার করবে?’, ছাত্রীর প্রশ্নে অস্বস্তিতে বিপ্লব)