বাংলা নিউজ > ঘরে বাইরে > Nadda's term as BJP president extended: করোনার জন্য হল না নির্বাচন, পরের লোকসভা ভোট পর্যন্ত বিজেপির সভাপতি থাকবেন নড্ডা
পরবর্তী খবর
Nadda's term as BJP president extended: করোনার জন্য হল না নির্বাচন, পরের লোকসভা ভোট পর্যন্ত বিজেপির সভাপতি থাকবেন নড্ডা
1 মিনিটে পড়ুন Updated: 17 Jan 2023, 04:09 PM ISTAyan Das
Nadda's term as BJP president extended: এখন দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠক চলছে। সেই বৈঠকেই জেপি নড্ডার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তাঁর সভাপতিত্বেই ২০২৪ সালের লোকসভা ভোটে নামতে চলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা।
নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
বিজেপি সভাপতি হিসেবে মেয়াদ বাড়ল জেপি নড্ডার। ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে থাকবেন। অর্থাৎ তাঁর সভাপতিত্বেই ২০২৪ সালের লোকসভা ভোটে নামতে চলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা।
এখন দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠক চলছে। সেই বৈঠকেই নড্ডার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানান, ভোটের আগে যে সদস্য সংগ্রহ অভিযান চালানো হয়, তা করোনাভাইরাস মহামারীর জন্য ধাক্কা খেয়েছিল। তাই বুথস্তরে নির্বাচন করা যায়নি। সেই পরিস্থিতিতে সভাপতি পদেও নির্বাচন হয়নি।
এবার নির্বাচন না হলেও বিজেপিকে দেশের সবথেকে গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। মঙ্গলবার নড্ডার মেয়াদ বৃদ্ধি পাওয়ার পর তিনি বলেন, ‘দেশের সব রাজনৈতিক দলের মধ্যে সবথেকে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় বিজেপি। দলের সংবিধান মেনে আমরা বুথস্তর থেকে সভাপতি স্তর পর্যন্ত যাবতীয় নির্বাচন করে থাকি।’
তারইমধ্যে নড্ডার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শাহ। যে নড্ডার আমলে উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ডের মতো রাজ্যে ক্ষমতা রাখতে পেরেছে বিজেপি। তবে নিজের রাজ্য হিমাচল প্রদেশে দলকে ক্ষমতায় রাখতে পারেননি নড্ডা। তা সত্ত্বেও নড্ডার কাজে যে নরেন্দ্র মোদীরা খুশি, তা বুঝিয়ে দিয়েছেন শাহ। তিনি জানান, নড্ডার নেতৃত্বেই বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বেড়েছে বিজেপির দাপট।
উল্লেখ্য, ২০২০ সালের ২০ জানুয়ারি নড্ডাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তারপরেই আছড়ে পড়েছিল করোনাভাইরাস মহামারী। সেইসময় নড্ডার নেতৃত্বে বিজেপি ভালো কাজ করেছিল বলে মনে করছেন গেরুয়া শিবিরের নেতা। যে নড্ডা ২০১৯ সালে শাহের পর বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হন শাহ। তার জেরে বিজেপির সভাপতিত্ব ছেড়ে দিয়েছিলেন। তাঁর জায়গায় প্রথমে অস্থায়ীভাবে নড্ডাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে হিমাচলের ভূমিপুত্রকে পুরো তিন বছরের জন্য সভাপতি করেছিল বিজেপি।