'ওসামা বিন লাদেনকে পাকিস্তানেই হত্যা করা হয়েছিল।' রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা করেছে ইজরায়েল (যে দেশ আবার ভারত এবং আমেরিকার বন্ধু)। যার জেরে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল ইসলামাবাদের। কিন্তু কিছুতেই যেন নিজের অবস্থান থেকে সরতে পারছে না শেহবাজ শরিফ সরকার।
গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানে সন্ত্রাসবাদ এবং তার মোকাবিলার প্রসঙ্গ ওঠে।সম্প্রতি গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিশানা করে কাতারে হামলা চালিয়েছে ইজরায়েল। নিরাপত্তা পরিষদের বৈঠকে কাতারে হামলার সপক্ষে যুক্তি সাজাতে গিয়ে ৯/১১-র দৃষ্টান্ত টানেন ইজরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন। আর সেই প্রসঙ্গে ঢুকে পড়ে পাকিস্তান। ইজরায়েলের স্থায়ী প্রতিনিধি পাকিস্তানের দিকে আঙুল তুলে কড়া সুরে বলেন, 'পাকিস্তানে যখন ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল, তখন তো কেউ প্রশ্ন তোলেননি কেন বিদেশের মাটিতে সন্ত্রাসবাদীকে টার্গেট করা হল?কেউ জানতে চাননি। সকলে এটাই জানতে চেয়েছিলেন, কেন এমন একজন সন্ত্রাসবাদীকে আশ্রয় দেওয়া হয়েছিল? এই ক্ষেত্রেও একই প্রশ্ন তোলা উচিত। বিন লাদেনের জন্য কোনও সুরক্ষা থাকতে পারে না। হামাসের জন্যেও নয়।'
আরও পড়ুন-হায়দরাবাদে মহিলার গলা কেটে নৃশংস খুন, ঝাড়খণ্ডে পুলিশের জালে ২ অভিযুক্ত
তাঁর পাল্টা জবাবে পাকিস্তানের প্রতিনিধি বলেন, 'ইজরায়েল একটি আগ্রাসী ও দখলদার শক্তি, যারা রাষ্ট্রসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ক্রমাগত লঙ্ঘন করে চলেছে। সিরিয়া, লেবানন, ইরান, ইয়েমেনেও হামলা চালানো হচ্ছে।' তিনি আরও বলেন, 'ইজরায়েল এমন একটি দেশ যে কারও কথা শোনে না, এমনকী তার বন্ধুদেরও না। আগ্রাসী হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে দেখানোর চেষ্টা করে। কিন্তু আজ তারা সম্পূর্ণরূপে উন্মোচিত হয়ে গেছে।' এরপরেই ড্যানি ড্যানন বলেন, 'আসল কথা হল ওসামা বিন লাদেনকে পাকিস্তানে হত্যা করা হয়েছিল। তখন কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করেনি। যখন এই কাউন্সিলের অন্যান্য দেশ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হামলা চালায়, কেউ প্রতিবাদ করে না। এটা দ্বিচারিতা। ইজরায়েলের ক্ষেত্রে এক রকম নিয়ম আর বাকিদের ক্ষেত্রে আলাদা। এটাই এই প্রতিষ্ঠানের সমস্যা।' তিনি আরও বলেন, '...৯/১১ যা ঘটেছিল, সেই সত্যটা আপনি বদলাতে পারবেন না... ওসামা বিন লাদেন যে পাকিস্তানে ছিলেন এবং আপনাদের ভূখণ্ডে তাকে হত্যা করা হয়েছিল, এই সত্যটাও বদলাতে পারবেন না। যখন আপনি আমাদের সমালোচনা করবেন, তখন দ্বিচারিতার বিষয়টি নিয়ে ভাববেন।'
আরও পড়ুন-হায়দরাবাদে মহিলার গলা কেটে নৃশংস খুন, ঝাড়খণ্ডে পুলিশের জালে ২ অভিযুক্ত
উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের অ্যাবটাবাদে লাদেনকে হত্যা করেছিল মার্কিন বাহিনী। ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ছিল লাদেন।