হায়দরাবাদ পুলিশের বড় সাফল্য। চলতি সপ্তাহে আইটি হাব সাইবারাবাদের এক গেটেড কমিউনিটিতে নৃশংসভাবে খুন করা হয় ৫০ বছরের রেণু আগরওয়ালকে। তাঁর হাত-পা বেঁধে প্রথমে প্রেসার কুকার দিয়ে মারধর করা হয়। তারপরে ছুরি ও কাঁচি দিয়ে গলা কেটে খুন করে বাড়ি থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে পালায় দুই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এবার এই হত্যাকাণ্ডের ঘটনায় ঝাড়খণ্ড থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হায়দরাবাদে নিয়ে আসছে পুলিশের বিশেষ দল।
আরও খবর-'নেপালের শান্তি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত!' প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা মোদীর
গত বুধবার ঘটনাটি ঘটে হায়দরাবাদের গেটেড কমিউনিটিতে। রেণু থাকতেন সোয়ান লেক অ্যাপার্টমেন্টের ১৩ তলায়, স্বামী ও ছেলেকে নিয়ে। বুধবার সকাল ১০টা নাগাদ স্বামী ও ২৬ বছরের ছেলে কাজে বেরোন। ফেরার সময় বারবার ফোন করেও রেণুর উত্তর না পেয়ে বিকেল ৫টার দিকে স্বামী ঘরে ফেরেন। কিন্তু ঘর ভিতর থেকে তালাবন্ধ ছিল। প্লাম্বারের সাহায্যে বারান্দা দিয়ে ঢুকে দেখেন, রেণুর দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি পুলিশে খবর দেন তিনি।পুলিশ জানিয়েছে, খুনিরা রেণুর হাত-পা বেঁধে প্রেসার কুকার দিয়ে মারধর করে। পরে গলায় ছুরি ও কাঁচির আঘাত করে খুন করা হয়। ঘর থেকে খোয়া যায় প্রায় ৪০ গ্রাম সোনা ও ১ লক্ষ টাকা নগদ। এমনকী খুনের পর ওই ফ্ল্যাটেই স্নান করে জামা বদলায় খুনিরা। রক্তমাখা জামাকাপড় ফেলে রেখে পালায় পরে।রেণুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কুকটপল্লী থানায় খুনের মামলা দায়ের পরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করা হয়।
আরও খবর-'নেপালের শান্তি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত!' প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা মোদীর
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে, খুনে জড়িত দু’জনই বাড়ির কাজের লোক। একজন কাজ করত আগরওয়াল পরিবারের কাছে, আরেকজন পাশের ফ্ল্যাটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুরে ওই দু’জন ১৩ তলায় ওঠে এবং বিকেল ৫টা ২ মিনিটে বেরিয়ে যায়। সেই সময় পুলিশ জানায়, দু’জনই আপাতত পালিয়ে ঝাড়খণ্ডের রাঁচির দিকে গিয়েছে বলে সন্দেহ।কারণ রেণু আগরওয়ালের বাড়িতে কাজ করা হর্ষ ঝাড়খণ্ডের বাসিন্দা এবং প্রায় ১০ দিন আগে কলকাতার একটি জনশক্তি সংস্থার মাধ্যমে তাকে ভাড়া করা হয়েছিল। আর রৌশন ১৪ তলায় তাদের প্রতিবেশীর বাড়িতে কাজ করত। রৌশনের নিয়োগকর্তার একটি দুই চাকার গাড়িতে করে দুজনকে পালিয়ে যেতে দেখা গিয়েছে।