বাংলা নিউজ > ঘরে বাইরে > শীতে কচিকাঁচাদের সুস্থ রাখতে বানান রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো এই ডেজার্ট

শীতে কচিকাঁচাদের সুস্থ রাখতে বানান রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো এই ডেজার্ট

পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ আনারসের হালুয়া

প্রায় সব বাচ্চাই মিষ্টি পছন্দ করে। এমনই কয়েকটি মিষ্টি স্বাদের খাবারকে নতুন মোড়কে হাজির করুন তাদের সামনে।

শীতকাল মানেই সর্দি-কাশির মরশুম। তার উপর বাড়িতে বাচ্চা থাকলে তো কথাই নেই। এ সময় বাচ্চাদের সুস্থ রাখাই হয়ে ওঠে চ্যালেঞ্জ। বাচ্চাদের সর্দি-কাশির হাত থেকে বাঁচানোর চেষ্টা করে থাকেন সকলেই। সেজন্য আবার পুষ্টিকর খাওয়া-দাওয়ার উপর জোর দিয়ে থাকেন। কিন্তু বাধ সাধে বাচ্চাদের ইচ্ছা। শুরু হয়, খাবার হাতে নিয়ে কচিকাঁচাদের পিছনে ছোটাছুটি। তাই এই সমস্যার সমাধান করতে এখানে এমন কয়েকটি খাবারের রেসিপি দেওয়া রইল, যা চেখে দেখার ইচ্ছা ত্যাগ করতে পারবে না খুদেরা।

প্রায় সব বাচ্চাই মিষ্টি পছন্দ করে। এমনই কয়েকটি মিষ্টি স্বাদের খাবারকে নতুন মোড়কে হাজির করুন তাদের সামনে।

১. আনারসের হালুয়া

উপকরণ:

  • আধ কাপ কোড়া আনারস।
  • ১ কাপ সুজি।
  • ১/৪ কাপ গুড়।
  • ১ চা চামচ ঘি।
  • ১ চা চামচ দারচিনি পাউডার।
  • সাজানোর জন্য আমন্ড

পদ্ধতি:

একটি প্যানে ঘি গরম করে এতে সুজি দিয়ে সেঁকে নিন। এর পর এতে দুধ দিয়ে, ততক্ষণ নাড়াচাড়া করুন, যতক্ষণ সুজিতে সমস্ত দুধ ভালো ভাবে মিশে না-যায়। এবার এতে গুড় দিয়ে মেশান। শেষে আনারস, দারচিনি পাওডার মিশিয়ে কয়েক মিনিটের জন্য নাড়ুন। ঠান্ডা হয়ে গেলে আমন্ড দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সুজি সহজপাচ্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ। ভিটামিন বি, ই, আয়রন, পটাশিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেটে ভরপুর সুজি। আবার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকায় আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। অন্য দিকে গুড় শীতকালে শরীর গরম রাখে। দারচিনির অ্যান্টিভাইরাল, অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান সর্দি-কাশির হাত থেকে রক্ষা করে। 

২. ওটস ওয়ালনাট চিক্কি

উপকরণ:

  • ১ কাপ রোলড ওটস
  • ১/৪ কাপ কুচনো আখরোট
  • ১/৪ কাপ গুড়
  • ১ চা চামচ ঘি

পদ্ধতি:

প্রথমে ওটসকে মাঝারি আঁচে কিছুক্ষণের জন্য সেঁকে নিন। এবার অন্য একটি কড়াইয়ে ঘি গরম করে এতে গুড় দিন। গুড় গলে গেলে গ্যাস নিভিয়ে এতে আখরোট কুচি ও আগে থেকে সেঁকে রাখা ওটস দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। গ্রিস করে রাখা, অর্থাৎ তেল লাগিয়ে রাখা একটি প্লেটে এটি ছড়িয়ে বেলন দিয়ে মসৃণ হওয়ার পর্যন্ত বেলে দিন। গুড় ও ওটস জমে গেলে চৌকো কেটে পরিবেশন করুন।

ভিটামিন বি১ ও বি৫, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও বিটা গ্লুকেন নামক এক ফাইবারে সমৃদ্ধ ওটস। আবার এতে অ্যাভেনানথ্রামাইডস নামক এক ধরণের অ্যান্টি অক্সিডেন্টও বর্তমান, যা ওটসেই পাওয়া যায়। শুধু তাই নয়, নানান গবেষণা অনুযায়ী ওটস বাচ্চাদের মধ্যে অ্যাস্থমার আশঙ্কাও কম করে। অন্য দিকে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আখরোট শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে।

পঞ্চরত্ন ফাজ

উপকরণ:

  • ১/২ কাপ আমন্ড
  • ১/৪ কাপ আখরোট
  • ১/৪ কাপ খেজুর
  • ১/৪ কাপ কিসমিস
  • ২ চা চামচ সূর্যমুখীর বীজ
  • ৩ টেবিল চামচ গুড়
  • ১ চা চামচ ঘি

পদ্ধতি:

প্রথমে সামান্য জলে খেজুর ও কিসমিস ভালো করে ফুটিয়ে নিন। খেজুর ও কিসমিস নরম এবং মাখা মাখা হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে দিয়ে আমন্ড ও আখরোটকে মোটা করে বাটুন। এর পর এতে খেজুর ও কিসমিস দিয়ে মসৃণ করে বেটে নিন। একটি প্যানে ঘি গরম করে এতে গুড় দিন। গুড়টি গলে গেলে এতে বেটে রাখা মিশ্রণটি দিয়ে নাড়াচাড়া করুন। এর পর মোটা করে বাটা সূর্যমুখীর বীজ ভালো ভাবে মিশিয়ে গ্রিস করা ট্রেতে বিছিয়ে দিন। ঠান্ডা হয়ে গেলে চৌকো করে কেটে এটি পরিবেশ করুন।

প্রোটিম, ভিটামিন ই, জিঙ্কে সমৃদ্ধ আমন্ড রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। আবার ক্যালশিয়ামে সমৃদ্ধ খেজুর হাড় ও দাঁত মজবুত রাখে। অন্য দিকে চোখ ও ত্বককে সুস্থ রাখতে কিসমিস সাহায্য করে। এমনকি দ্রাব্য ফাইবার থাকার কারণে কিসমিস সহজপাচ্য ও কোষ্ঠকাঠিন্যর হাত থেকে রক্ষা করে। একাধিক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ সূর্যমুখীর বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে উপস্থিত জিঙ্ক ও সেলেনিয়াম শরীরে রোগ প্রতিরোধকারী কোষ সৃষ্টিতে সহায়ক।

পরবর্তী খবর

Latest News

ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা আতিফ, ফাওয়াদ-সহ কোন কোন পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রামে ব্লক করা হল ভারতে? জয়জিৎ-শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল? ডিভোর্সের পথে দম্পতি? কী দেখে সন্দেহ নেটপাড়ার মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ভাইস প্রেসিডেন্ট,বাণিজ্য চুক্তি নিয়েও এল আপডেট সচিনদের রেকর্ড ভেঙে চুরমার করলেন সাই সুদর্শন, IPL-এ এই নজির বিশ্বের আর কারও নেই ‘বাঁচালেন!’ কেন বিয়ে করলেন? দল তাড়ালে কী করবেন? খোলাখুলি দিলীপ বিরুষ্কার সঙ্গে ছবি পোস্ট নীতির, উঠে এল অদেখা ছবি! ভামিকা-অকায়রা আছে সেখানে?

Latest nation and world News in Bangla

বিশ্বের বড় বিমান সংস্থাগুলোও এড়িয়ে যাচ্ছে পাক আকাশসীমা, এবার পথে বসবে ওরা! কোনও ব্র্যান্ড নয়! জেনেরিক ওষুধ লিখতে হবে চিকিৎসকদের, নির্দেশ সুপ্রিম কোর্টের খুনের আসামিকে কুপিয়ে হত্যা! হাই-অ্যালার্ট জারি মেঙ্গালুরুতে, জারি হল ১৪৪ ধারা মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন ভাইস প্রেসিডেন্ট,বাণিজ্য চুক্তি নিয়েও এল আপডেট পুরী থেকে নিমকাঠ ‘হাতিয়ে’ জগন্নাথ-মূর্তি দিঘাতে? চেপে ধরল ওড়িশা, এবার তদন্ত! যেকোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি! ভূমিকম্পের পরই সতর্ক চিলি, আর্জেন্টিনা বন্ধ থাকবে শিলিগুড়ি-গ্যাংটকগামী রাস্তা, পর্যটকদের জন্য় কখন ছাড় থাকছে? পাকিস্তান জঙ্গি দেশ! প্রায় সোজাসুজিই স্বীকার করে নিলেন খোদ প্রাক্তন মন্ত্রী উপবাসে আলিঙ্গন মৃত্য়ুকে, কী এই নিয়ম? ভারতে প্রথম শিশু পালন করল এই রীতি পহেলগাঁও হামলা থেকে শিক্ষা, চার ধাম যাত্রায় নজিরবিহীন নিরাপত্তা! থাকছে…

IPL 2025 News in Bangla

ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন ১৩ বছরের ছোট অভিনেত্রীর 'হট' ছবিতে ‘লাইক’, ছড়িয়ে যেতেই প্রযুক্তিকে দুষলেন বিরাট ছেলে SRH-এর ক্রিকেটার, পিতা RCB-র সাপোর্টার! IPL কি তবে পরিবারেও ফাটল ধরাচ্ছে? MSD-র অধিনায়কত্বের লোভই CSK-র কাল হবে! আশঙ্কা ক্যারিবিয়ান তারকার,ধরিয়ে দিলেন ভুল IPL থেকে রাজস্থান ছিটকে যেতেই ম্যানেজমেন্টকে দুষলেন গিলি! বাটলারকে ছাড়ায় বিরক্ত বহুদিন ডাক পাননি জাতীয় দলে! তবু দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি KKR অধিনায়ক স্বস্তিকের আদিখ্যেতায় বিরক্ত বিরাট? RCBর তারকা বললেন, ‘ওর সঙ্গে কোনওদিন থাকব না’ নিজেদের স্কাউটদেরই পাত্তা দেয়নি CSK! IPL মাতাচ্ছেন প্রিয়াংশরা, সেখানে ১০এ ধোনিরা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.