How To Claim TDS Refund: বেশি TDS কেটে নিচ্ছে? কীভাবে টাকা ফেরত পাবেন? দেখুন একেবারে সহজ প্রক্রিয়া
1 মিনিটে পড়ুন Updated: 22 Jul 2022, 08:09 PM IST- -তে যান।
২) প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
৩) ড্রপ-ডাউন মেনু থেকে 'View Return/Forms' বেছে নিন।
৪) ড্রপ-ডাউন মেনু থেকে 'Income Tax Returns' বেছে নিতে হবে।
৫) অ্যাসেসমেন্ট ইয়ার বেছে নিন এবং 'Submit'-এ ক্লিক করুন।
৬) ড্রপ-ডাউন মেনু থেকে 'Acknowledgement Number' বেছে নিন।
এছাড়াও ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজটরি লিমিটেড (National Securities Depository Limited বা NSDL) ওয়েবসাইট (এখানে ) থেকেও TDS রিফান্ডের স্টেটাস জানা যাবে। করদাতাদের অ্যাসেসমেন্ট ইয়ার বেছে নিতে হবে। তারপর জমা দিতে হবে প্যান কার্ডের তথ্য এবং ক্যাপচা কোড। ‘Proceed’-এ ক্লিক করতে হবে। তথ্য যাচাইয়ের পর রিফান্ডের স্টেটাস জানতে পারবেন করদাতারা।