আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, ৩১ জুলাই ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ। এই পরিস্থিতিতে, এখন আয়কর বিভাগে রিটার্নগুলি যাচাই করা হচ্ছে। যে করদাতাদের টিডিএস কেটে নেওয়া হয়েছে, তাঁদের তা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক করদাতা হয়ত ইতিমধ্যএই রিফান্ড পেয়েছেন, কিন্তু এমনও করদাতা আছেন যাঁরা রিফান্ডের বদলে আয়কর বিভাগের নোটিশ পেয়েছেন। আয় ও ট্যাক্সের হিসাব ভুল হলে এমনটা হয়ে থাকে।