বাংলা নিউজ > ঘরে বাইরে > HDFC bank personal loan charges revised: পার্সোনাল লোনের ক্ষেত্রে বড় পরিবর্তন HDFC ব্যাঙ্কের, নয়া নিয়ম চালু হচ্ছে শীঘ্র
পরবর্তী খবর
HDFC bank personal loan charges revised: পার্সোনাল লোনের ক্ষেত্রে বড় পরিবর্তন HDFC ব্যাঙ্কের, নয়া নিয়ম চালু হচ্ছে শীঘ্র
1 মিনিটে পড়ুন Updated: 26 Mar 2023, 03:25 PM ISTAyan Das
HDFC bank personal loan chrages revised: এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে চার্জ এবং অর্থ প্রদানের কাঠামোর হেরফের করা হচ্ছে। যা আগামী ২৪ এপ্রিল থেকে কার্যকর হবে বলে এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। নিজেদের ওয়েবসাইটে সেই সংক্রান্ত তথ্য প্রদানের পাশাপাশি গ্রাহকদেরও মেসেজ পাঠানো হচ্ছে।
HDFC ব্যাঙ্কের ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে চার্জ এবং অর্থ প্রদানের কাঠামোর হেরফের করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে বড় পরিবর্তন করল এইচডিএফসি ব্যাঙ্ক। ভারতের সর্ববৃহৎ বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে চার্জ এবং অর্থ প্রদানের কাঠামোর হেরফের করা হচ্ছে। যা আগামী ২৪ এপ্রিল থেকে কার্যকর হবে বলে এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। নিজেদের ওয়েবসাইটে সেই সংক্রান্ত তথ্য প্রদানের পাশাপাশি গ্রাহকদেরও মেসেজ পাঠানো হচ্ছে।
প্রি-পেমেন্ট চার্জ (পুরো পেমেন্টের ক্ষেত্রে)
টার্ম লোন
শূন্য থেকে ১২ মাস- অনুমোদন নেই।
১৩ থেকে ২৪ মাস: বাকি থাকা অর্থের চার শতাংশ (Principal Outstanding-র চার শতাংশ)।
২৫ মাস থেকে ৩৬ মাস: বাকি থাকা অর্থের তিন শতাংশ (Principal Outstanding-র তিন শতাংশ)।
৩৬ মাসের বেশি: বাকি থাকা অর্থের দুই শতাংশ (Principal Outstanding-র তিন চার শতাংশ)।
নিয়ম অনুযায়ী, ১২ টি ইএমআইয়ের কিস্তি দেওয়ার পর Principal Outstanding-র ২৫ শতাংশ অর্থ প্রি-পেমেন্ট হিসেবে প্রদান করা হয়। একটি অর্থবর্ষে একবার দেওয়া যায় এবং পুরো ঋণের মেয়াদে সর্বাধিক দু'বার পার্ট-পেমেন্ট করা যায়। উল্লেখ্য, জিএসটি এবং অন্যান্য সরকারের চাপানো করও ধার্য করা হবে। যা নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করা হয়ে থাকে। যে পরিমাণ অর্থ প্রদান করতে হবে, সেটার সঙ্গে জিএসটি এবং অন্যান্য কর ধার্য করা হবে।