বাংলা নিউজ > ঘরে বাইরে > শুক্রবার ফের দাম চড়ল সোনার, উত্থান রুপোর দরেও
নিম্নগামী গতি থেকে সরে দাঁড়িয়ে ভারতীয় বাজারে শুক্রবার সোনার দাম কিছু বাড়ল। তাল মিলিয়ে দাম চড়ল রুপোরও।
এ দিন এমসিএক্স সূচকে ০.২% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫১,৫৭১ টাকা। পাশাপাশি, সূচকে ০.০৪% উত্থান হওয়ায় প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৮,৪০৫ টাকা।
প্রসঙ্গত, ৭ অগস্ট প্রতি ১০ গ্রামে রেকর্ড দর ৫৬,২০০ টাকা স্পর্শ করার পর গত তিন সপ্তাহ ধরে সোনার বাজারে টালমাটাল দেখা দিয়েছে।
আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে উত্থান দেখা গিয়েছে। ডলারের মূল্য ০.১% পতনের ফলে প্রবণতা বেড়েছে সোনায় বিনিয়োগের।
স্পট গোল্ড সূচকে ০.৪% বৃদ্ধির জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৫১.১৩ ডলার। আবার সূচকে ০.৫% বৃদ্ধিতে রুপোর দর যাচ্ছে আউন্সপ্রতি ২৬.৯৭ ডলার।
পরবর্তী খবর