গত দুমাসে লোন পাইয়ে দেওয়ার নাম করে বড় প্রতারণাচক্রের পর্দাফাঁস করেছে দিল্লি পুলিশ। প্রায় ৫০০ কোটি টাকার প্রতারণার সঙ্গে এই চক্র জড়িত বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, চিনের এক নাগরিক এই চক্রের মূল পাণ্ডা বলে মনে করা হচ্ছে। হাওয়ালা ও ক্রিপটো কারেন্সির মাধ্যমে সেই বিপুল তোলাবাজির টাকা চিনে চলে যেত বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর,উচ্চ সুদের হারে লোন পাস করা হত। এরপর সুদ সহ সেই লোন আদায় করার পরে সংশ্লিষ্ট ব্যক্তির নগ্ন ছবি ব্যবহার করে তার কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হত। এনিয়ে শতাধিক অভিযোগ এসেছিল দিল্লি পুলিশের কাছে। এরপর দিল্লি পুলিশের The intelligence Fusion and strategic Operation তদন্ত নামে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে একটি বিশেষ অ্যাপ ব্যবহার করে প্রতারণা করত ওই চক্র। ওই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির ফোনে সব তথ্য পেয়ে যেত।
ওই অ্যাপের মাধ্যমে সাধারণত কম টাকার লোনের জন্য় আবেদন করা যেত। মিনিটের মধ্যে সেই লোন পেয়েও যেতেন ওই ব্যক্তি। আর তারপরই শুরু হত আসল খেলা। নগ্ন ছবি প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে টাকা আদায় করা হত বলে অভিযোগ। সামাজিক মর্যাদাহানি হতে পারে এই আশঙ্কায় টাকা দিতে বাধ্য হয়েছেন অনেকেই।