সাদা তুষারের ঘন পরতে ঢাকা পড়েছে ভূস্বর্গ! সেই দৃশ্য যতই নয়নাভিরাম হোক না কেন, এর ফলে সেখানে বসবাসকারী আমাদের সহনাগরিকদের যে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, তারই এক ভয়ঙ্কর চিত্র সামনে এল!
সোশাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো (হিন্দুস্তান টাইমস বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। তাতে দেখা যাচ্ছে, সাদা তুষারের চাদরে মোড়া পার্বত্য এলাকা দিয়ে একটি খাটিয়া বয়ে আনছেন চার যুবক। পিছনে আরও লোকজন রয়েছে। সূত্রের দাবি, সেই খাটিয়াতেই তখন শুয়ে ছিলেন সদ্য মা হওয়া এক তরুণী! সঙ্গে ছিল তাঁর সদ্যোজাত সন্তানও!
দাবি করা হচ্ছে, সন্তান প্রসবের পর ওই বধূ ও তাঁর সদ্যোজাতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও বাড়ি পর্যন্ত পৌঁছানোর আর কোনও বিকল্প ব্যবস্থা ছিল না তাঁর পরিবারের সদস্যদের কাছে। অগত্যা সদ্য মা হওয়া ওই তরুণী ও তাঁর সন্তানকে খাটিয়ায় শুইয়েই বাড়ির পথে রওনা দেন আত্মীয়রা! ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের হান্দওয়ারার রাওয়ারের ইয়ামলার বালা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ওই তরুণীর গ্রামের বাড়ি আসার পথে প্রায় ৫০০ মিটার এমন অংশ রয়েছে, যা তুষারপাতের ফলে একেবারে অবরুদ্ধ হয়ে গিয়েছে। ফলত, সেখানে জরুরি পরিষেবা দেওয়ার মতোও যানচলাচল করানো সম্ভব নয়।
তথ্য বলছে, ইতিমধ্য়েই কাশ্মীরের নানা অংশে, এমনকী উপত্যকার সমতলেও নতুন করে তুষারপাত শুরু হয়েছে। যার ফলে সেখানে শীতও পড়েছে জাঁকিয়ে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পরপর দু'টি পশ্চিমী ঝঞ্ঝার ফলে জম্মু ও কাশ্মীরে রাতভর নতুন করে হালকা থেকে ভারী তুষারপাত শুরু হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, বান্দিপোরা, কুপওয়ারা, বারামুল্লা এবং অনন্তনাগের নানা অংশে মাঝারি থেকে ভারী তুষারপাত হয়েছে। এছাড়াও, শ্রীনগর এবং গান্দেরবালের সমতল এলাকায় হালকা তুষারপাত হয়েছে। অন্যদিকে, গুলমার্গ, সোনমার্গ এবং পহেলগাঁওয়ের মতো পর্যটনকেন্দ্রগুলিতেও যথেষ্ট পরিমাণে তুষারপাত হয়েছে।
২০২৫ সালে এটাই জম্মু ও কাশ্মীরের প্রথম তুষারপাত। আর যদি চলতি শীতের মরশুমের কথা বলতে হয়, তাহলে এটা হল এবারের দ্বিতীয় দফার তুষারপাত।
শ্রীনগর-সহ উপত্যকার সমতল অঞ্চলে এই মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছিল গত সপ্তাহে। যার পর সংশ্লিষ্ট প্রশাসনের তরফে দ্রুত রাস্তা থেকে তুষার সরানোর জন্য কর্মীদের মোতায়েন করা হয়। জেলা সদর কার্যালয়ে আপতকালীন কন্ট্রোল রুম তৈরি করার পাশাপাশি তুষার সরাতে ভারী যন্ত্রাংশ ও বিশেষ যানের সাহায্যও নেওয়া হয়।
হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, শুক্রবার উপত্যকার কোনও কোনও অংশে তুষারপাত আরও বাড়তে পারে। আবহবিদদের পূর্বাভাস অনুসারে, আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরে একটি মাঝারি থেকে প্রবল পশ্চিমী ঝঞ্ঝা কার্যকর হয়ে উঠতে পারে। যার জেরে ৪ তারিখ রাত থেকে ৬ তারিখ সকাল পর্যন্ত অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।