গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দূরত্ব বাড়ছিল বলে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার মধ্যেই উপ-মুখ্যমন্ত্রী কারও নাম না করে মন্তব্য করেছিলেন যে, কেউ যেন তাঁকে হালকাভাবে না নেন। তাতে মহারাষ্ট্রের মহাজোটে ফাটল নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পায়। অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন উপ-মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বিরোধের কথা অস্বীকার করেছেন।
আরও পড়ুন : আইফোন দিয়ে জন্মদিনের বিরাট কেক কাটলেন একনাথ, ভাইরাল ভিডিয়ো
উপ মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বন্ধন ফেভিকলের মতো দৃঢ়। এছাড়া, তিনি জানান, তাঁর করা মন্তব্য জোটের কারও উদ্দেশ্যে নয়, প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে ছিল। উল্লেখ্য, শিন্ডে বলেছিলেন, ‘যাঁরা আমায় হালকাভাবে নিয়েছিলেন, তাঁরা দেখেছেন ২০২২ সালে কী ঘটেছিল। আমি ঘোড়ার গাড়ি উল্টে দিয়ে জনগণের সরকার গঠন করেছি।’ শিন্ডে আরও বলেন, ‘যাঁরা যথেষ্ট বুদ্ধিমান, তাঁরা আমার বার্তা বুঝতে পারবেন।’ তবে কারও নাম অবশ্য করেননি উপ-মুখ্যমন্ত্রী।
পরে সন্ধ্যায় নাগপুর এবং গোন্ডিয়ায় শিবসেনা কর্মীদের সমাবেশে যোগ দিয়ে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতবিরোধের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমরা একটি দলের মতো কাজ করি, একটি শক্তিশালী দল। এটা ফেভিকল দিয়ে জোড়া, ভাঙবে না। কিছু লোক জোটে বিভেদ তৈরি করার চেষ্টা করবে, কিন্তু সফল হবে না।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও ঠান্ডা যুদ্ধ নেই।’