
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অনেকের কাছে আইফোন হল বিলাসিতা। আবার অনেকের কাছে আইফোন কেনাটাই স্বপ্নের মতো। ঠিক একইভাবে জন্মদিনের কেক কাটাও অনেকের কাছে স্বপ্নের মতো। সাধারণত ছুরি দিয়ে কাটা হয় জন্মদিনের কেক। তবে ছুরির বদলে একেবারে ভিন্ন স্টাইলে জন্মদিনের কেক কাটলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কেক কাটার জন্য তিনি ছুরির জায়গায় ব্যবহার করলেন দামি আইফোন। তাঁর এই কেক কাটার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: শক্তিবৃদ্ধি হতে চলেছে মোদী সরকারের, শিন্ডের চালে ৬ জন MP বাড়বে NDA-র: রিপোর্ট
জানা যাচ্ছে, উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের জন্মদিন ছিল ৯ ফেব্রুয়ারি। তাঁর ৬০ তম জন্মদিন উপলক্ষে থানেতে তাঁর সমর্থকরা একটি বিশাল বড় আকারের বড় কেক নিয়ে এসেছিলেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, কেকের দুধারে ছিল দুটি মুকুট। তাতে রয়েছে একনাথ শিন্ডের ছবি। আর কেক সামনে আসতেই হাতে থাকা আইফোন দিয়ে কেকটি কেটে ফেলেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত দলীয় কর্মী এবং অন্যান্য ব্যক্তিরা জন্মদিনের জানান। একনাথ শিন্ডে কেকটি কয়েক টুকরো করে কাটার পর তাঁর পাশে দাঁড়িয়ে থাকা দলের এক কর্মীর হাতে মোবাইল ফোনটি তুলে দেন। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, ফোনটি একনাথের নিজের ছিল না, এটি কোনও কর্মীর ছিল।
এদিকে, রবিবার শিন্ডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে শিন্ডেকে শুভেচ্ছা জানান। মোদী তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টে লেখেন, ‘শ্রী একনাথ শিন্ডেজিকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি একজন গতিশীল নেতা। যাঁর জীবন মহারাষ্ট্রের উন্নয়ন এবং পূজ্য বালাসাহেব ঠাকরে এবং ধর্মবীর আনন্দ দিঘের দৃষ্টিভঙ্গি পূরণের জন্য নিবেদিতপ্রাণ। জনগণের সেবায় তিনি দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন।’
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও শুভেচ্ছা জানান। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিসও তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বলেছেন, ‘মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা! আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি!’
উল্লেখ্য, একইভাবে আইফোন দিয়ে কেক কাটতে দেখা গিয়েছিল কর্ণাটকের বিজেপি বিধায়ক বসভরাজ দেদেসুগুরের ছেলে সুরেশকে। সুরেশকে তাঁর জন্মদিনে অনেকগুলি কেক কাটতে দেখা যায় তাঁর দামি আইফোন ব্যবহার করে। সেই সময় বিতর্কে জড়িয়েছিলেন বিধায়ক পুত্র।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports