
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
শাহিনবাগে গুলি চালনায় অভিযুক্ত যুবক আম আদমি পার্টিতে যোগদান করেছিল বলে ঘোষণা করেছিলেন দিল্লি পুলিশের যে আধিকারিক তাঁকে নির্বাচনের দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের তরফে ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দেওকে ওই কাজের জন্য ভর্ত্সনাও করা হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের মুখে এমন কাজ করে মোটেও ঠিক করেননি ওই পুলিশ আধিকারিক। বিশেষ করে যখন তদন্ত শেষ হয়নি। তাঁর কৃত কর্মের প্রভাব নির্বাচনের ওপর পড়বে।
গতকাল এক সাংবাদিক বৈঠক করে দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দেও দাবি করেন, ‘তদন্তে উঠে এসেছে, ২০১৯ এর শুরুর দিকে আম আদমি পার্টিতে যোগদান করেছিল অভিযুক্ত ও তাঁর বাবা। অভিযুক্তের ফোন থেকে মেলা ছবি থেকে এই তথ্য উঠে এসেছে।’
যদিও বুধবার একথা খারিজ করে অভিযুক্তের বাবা জানিয়েছে, তাঁর ছেলে নরেন্দ্র মোদীর ভক্ত।
এদিন রাজেশ দেওকে ভর্ত্সনা করার পাশাপাশি এদিন তাঁকে সমস্ত নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে কমিশন। আগামিকালের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে বলে দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কমিশন।
৳7,777 IPL 2025 Sports Bonus