ভারতের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের অঙ্ক মোট ৫০ শতাংশ। ওই এক অঙ্কের ৫০ শতাংশ শুল্ক, আমেরিকা ধার্য করেছে ব্রাজিলের জন্যও। ট্রাম্পের শুল্ক বোমার পরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা জানিয়েছিলেন তিনি ট্রাম্পকে নয়, বরং ভারতের প্রধানমন্ত্রী মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করবেন। আর সেই মতোই এদিন ব্রাজিলিয়া থেকে সোজা ফোন এল দিল্লিতে! ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বৃহস্পতিবার ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
ট্রাম্পের শুল্ক-তাণ্ডবের মাঝে ব্রাজিলের প্রেসিডেন্টের তরফে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন বেশ প্রাসঙ্গিক। এদিকে, এই কথপোকথনের কথা সোশ্যাল মিডিয়ায় জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,' রাষ্ট্রপতি (ব্রাজিলের) লুলার সাথে ভালো কথাবার্তা হয়েছে। আমার ব্রাজিল সফরকে স্মরণীয় এবং অর্থবহ করে তোলার জন্য তাঁকে ধন্যবাদ।' উল্লেখ্য, সদ্য ব্রাজিলের সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই কথাই তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন। এরই সঙ্গে নিজের পোস্টে মোদী বলেন,' আমরা বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্য এবং আরও অনেক ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণের দেশগুলির মধ্যে একটি শক্তিশালী, জনকেন্দ্রিক অংশীদারিত্ব সকলের জন্য উপকারী।' ভারতের ওপর পারস্পরিক শুল্ক চাপিয়ে যখন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমাগত হুমকির সুর চড়া করছেন, তখনই মোদীর এই কৌশলগত বার্তা বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে।
জানা গিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদী ছাড়াও এদিন ট্রাম্প শুল্ক নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। জানা যাচ্ছে, ভারত, চিন সহ ব্রিকসভূক্ত দেশগুলিকে নিয়ে সম্মিলিতভাবে ট্রাম্পের মার্কিন শুল্কের মোকাবিলায় উদ্যোগ নিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। বুধবারই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন,' এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে G20-তে BRICS-এর দশটি দেশ রয়েছে।' এছাড়াও ট্রাম্পের সঙ্গে তিনি শুল্ক বিষয়ে কথা বলবেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে, লুলা বলেন,' যেদিন আমার অন্তর্দৃষ্টি বলবে ট্রাম্প কথা বলতে প্রস্তুত, সেদিন আমি তাঁকে ফোন করতে দ্বিধা করব না। কিন্তু আজ আমার অন্তর্দৃষ্টি বলবে যে তিনি কথা বলতে চাননা। আর আমি নিজেকে যেচে অপমানিত হতে দেবনা।'