1 মিনিটে পড়ুন Updated: 17 May 2022, 10:37 PM ISTSatyen Pal
প্রবল বর্ষণে অসমের বিস্তীর্ণ অংশ বিপন্ন। অন্তত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে সুযোগ বুঝে জিনিসপত্রের দামও বাড়ছে। কড়া ব্যবস্থার আশ্বাস প্রশাসনের।
প্রবল বর্ষণে অসমে রাস্তা ভেঙে গিয়েছে।
বিশ্বকল্যাণ পুরকায়স্থ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা। অসমের দক্ষিণ প্রান্তের ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির লক্ষাধিক মানুষ বন্য়া পরিস্থিতি ও ধসের কবলে পড়েছেন। নদীর জল ক্রমেই বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা। বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা ৫জন। সরকারি হিসাবে অবশ্য মারা গিয়েছেন তিনজন।
এদিকে বরাক উপত্যকায় প্রায় ৫০ লক্ষ মানুষের বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনেকে এখানে বাস করেন। বন্যা পরিস্থিতির জেরে অনেকেই আটকে পড়েছেন। অনেকে ভেবেছিলেন আকাশপথে নিরাপদ জায়গায় চলে যাবেন। কিন্তু বিমানের অতিরিক্ত ভাড়ার জেরে ভরসা পাচ্ছেন না তাঁরা। ডিমা হাসাওতে ধসের জেরে রেল পরিষেবাও বিপর্যস্ত। অন্তত ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। অনেকে পরীক্ষা দিতেও যেতে পারেননি।
এদিকে শুক্র ও শনিবার অসমের কাছাড় জেলায় চারজন জলে তলিয়ে যান। সোমবার একটি শিশু নৌকা থেকে তলিয়ে যায়।