আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই জাতীয় রাজনীতিতে বড় চমক। সামনে এল নতুন রাজনৈতিক সমীকরণ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবারই জানা যায়, আগামী দিল্লি ভোটে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)-কে খোলাখুলি সমর্থন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস!
বাংলার শাসকদলের তরফে এই সমর্থন আসতেই পাল্টা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
এই সমর্থন প্রকাশের জন্য সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মমতা দিদির কাছে কৃতজ্ঞ। সময় খারাপ হোক বা ভালো, সবসময় এভাবে আমাদের সমর্থন করার জন্য এবং আমাদের আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।’
প্রসঙ্গত, এর আগেই দিল্লি বিধানসভা নির্বাচনে আপ-কে সমর্থন জানিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। এখন বিষয় হল - আপ, সপা এবং তৃণমূল কংগ্রেস - এই তিনটি দলই বিজেপিবিরোধী জোটশক্তি INDIA-এর শরিক। সুতরাং, এই দিক দিয়ে বিচার করলে এই সমর্থন খুবই স্বাভাবিক।
কিন্তু, এই INDIA জোটেরই অপর এবং সর্ববৃহৎ শরিক দল (বিজয়ী সাংসদের নিরিখে) হল, কংগ্রেস। যারা আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি অন্যতম প্রতিদ্বন্দ্বী! এই প্রেক্ষাপটে আপ-কে সমর্থন করে কি আদতে কংগ্রেসকেই কোণঠাসা করার চেষ্টা করছে বাকি দুই শরিক সপা ও তৃণমূল?
উল্লেখ্য, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ইতিমধ্যেই আপ-বনাম কংগ্রেসের কোন্দল দেখা গিয়েছে। অন্যদিকে, এর আগে ভিন্ন ভিন্ন ইস্যুতে কংগ্রেসকে নিয়ে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সপা, তৃণমূল কংগ্রেস এবং কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স বা এনসি!
প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিবিরোধী INDIA শিবিরে ফাটল ধরতে শুরু করেছে? নাকি কংগ্রেসকে কোণঠাসা করে INDIA-র অন্দরে নিজেদের বেশি শক্তিশালী প্রমাণ করতে চাইছে অঞ্চলভিত্তিক দলগুলি (যদিও আপ জাতীয় দল)? বুঝিয়ে দিচ্ছে, শরিক প্রত্যকটি দলকেই সমান গুরুত্ব দিতে হবে? কংগ্রেস প্রাচীনতম এবং জাতীয় রাজনৈতিক দল বলে কোনও বাড়তি সুবিধা পাবে না। যদিও অঞ্চলভিত্তিক দলগুলির এই ধরনের বার্তা নতুন নয়।
উল্লেখ্য, আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে সমর্থন করার জন্য মঙ্গলবার রাতেই সপা সভাপতি অখিলেশ যাদবকে ধন্যবাদ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, 'আপনাকে অনেক ধন্যবাদ অখিলেশজি। আপনি সর্বদাই আমাদের সমর্থন করেছেন এবং সঙ্গে থেকেছেন। আমি এবং দিল্লির মানুষ এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ।'
২০২০ সালে, গত দিল্লি বিধানসভা নির্বাচনেও সপা এবং তৃণমূল কংগ্রেস কেজরির দলকে সমর্থন করেছিল। সেবার রেকর্ড ভোটে জিতে সরকার গড়েছিল আম আদমি পার্টি।