বাংলা নিউজ > টুকিটাকি > World's longest tongue: এত বড় জিভ! তা দিয়ে করা নানা কায়দাবাজি দেখে হতবাক সকলে
পরবর্তী খবর
World's longest tongue: এত বড় জিভ! তা দিয়ে করা নানা কায়দাবাজি দেখে হতবাক সকলে
1 মিনিটে পড়ুন Updated: 18 Mar 2023, 09:30 AM ISTSanket Dhar
World's longest tongue:বিশ্বের সবচেয়ে লম্বা জিভ। তা দিয়ে নানা কারিকুরির চেষ্টায় করেন জিভের মালিক। তেমনই একটি জিঙ্গা ব্লকের পাঁচটি ব্লক সরিয়ে দেখালেন তিনি।
দীর্ঘতম জিভ নিয়ে ‘উদ্ভট’ ভেল্কি
বিশ্বের সবচেয়ে লম্বা জিভ। তা দিয়ে নানা কারিকুরির চেষ্টায় করেন জিভের মালিক। তেমনই একটি জিঙ্গা ব্লকের পাঁচটি ব্লক সরিয়ে দেখালেন তিনি। জিভ দিয়ে বাজিমাত করলেন কঠিন কাজে। আর একই সঙ্গে জিতে নিলেন বিশ্বের দীর্ঘতম জিভের শিরোপা। আগের রেকর্ড ভেঙে গিনিসে নাম উঠল তাঁর।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিক স্টোবার্লের জিভের দৈর্ঘ্য শুনলে রীতিমতো অবাক হতে হয়। প্রায় ৪ ইঞ্চি বা ১০.১ সেমি লম্বা তাঁর জিভ। সেই জিভ দিয়ে ছবি আঁকার ভেল্কিও দেখিয়েছেন নিক। তাঁর অসামান্য প্রতিভাই তাঁকে এনে দিয়েছে গিনিস বুকের সম্মান। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বিবৃতি অনুযায়ী, সালিনাসের নিক স্টোবার্ল জিভ দিয়ে পাঁচটি জিঙ্গা ব্লক ৫৫.৫২ সেকেন্ডে সরাতে সক্ষম। যা এর আগে কেউ পারেনি।