World Arthritis Day: বিশ্ব আরথ্রাইটিস দিবসের গোড়ার কাহিনি চমকে দেওয়ার মতোই! ফিরে দেখা সে ইতিহাস Updated: 12 Oct 2023, 10:30 AM IST Sanket Dhar World Arthritis Day: বিশ্ব আরথ্রাইটিস দিবস শুরু হয়েছিল গত শতক থেকেই। আর্থ্রাইটিসের বিষয়ে সচেতনতা প্রচার করতে এই দিনটি উদযাপন করা হয়। প্রতি বছর ১২ অক্টোবর পালন করা হয় দিনটি।