গরবা নৃত্যের কথা ভাবলেই চোখে ভাসে ঘাগরা, দোপাট্টা এবং রঙিন কুর্তা পোশাক। তবে এ বছর গরবায় চোখে পড়ল এক অন্য দৃশ্য। অফবিট- দ্য নান পোশাক পরে দু'জনকে গরবা নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই তুুমুল বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিয়ো।
MrsG নামে এক নেটিজেন এই জুটির একটি ভিডিয়ো X-এ শেয়ার করেছেন। দ্য নান পোশাক পরিহিত দুই ব্যক্তিকে দেখে চমকে গিয়েছে নেটিজেনরা। নিজেদের লুক সম্পূর্ণ করতে মুখে রং মেখেছেন তাঁরা। দুজনে গরবা করার সময় মুখে গাম্ভীর্য ধরে রেখেছিলেন। যেন হরর সিনেমার চরিত্রের সঙ্গে তাঁদের মুখের মিল ধরা পড়েছিল। আরও পড়ুন: বিয়ের অনেক আগেই এই কাজটি সারেন রণবীর-দীপিকা, কেউ জানতেন না! করণের শোয়ে সিক্রেট ফাঁস
পোস্টের ক্যাপশনে মিসেসজি লিখেছেন, ‘নানরাত্রি’। দ্য নানের পোশাক পরে গরবা পরিবেশনে জুটির ভিডিয়ো দেখুন-