Viral post: গান্ধিজি থেকে লেনিন, আইনস্টাইন থেকে চে গুয়েভারা সবাই এখন ব্যস্ত। কীসে ব্যস্ত বলুন তো? সেলফি তুলতে।
গান্ধিজি থেকে লেনিন, আইনস্টাইন থেকে চে গুয়েভারা সবাই এখন ব্যস্ত।
গান্ধিজি থেকে লেনিন, আইনস্টাইন থেকে চে গুয়েভারা সবাই এখন ব্যস্ত। কীসে ব্যস্ত বলুন তো? সেলফি তুলতে! অনুগামী তো কম নয়। ভিড়ের মাঝে দিব্যি সেলফি তুলছেন তাঁরা। আর সেই ছবিগুলিই এবার ভাইরাল হল সমাজ মাধ্যমে। কিন্তু কীভাবে ছবি তুললেন তারা? অনেক আগেই তো প্রয়াত হয়েছেন এই বিশ্ব বিখ্যাত ব্যক্তিরা! আসলে ছবিটা তাঁরা তোলেননি। বরং সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতেই দেখা যাচ্ছে অনুগামীদের সঙ্গে নিয়ে হাসি মুখে ছবি তুলছেন গান্ধিজি। আইনস্টাইনও এক দিক থেকে মাথা বাড়িয়ে দিব্যি সেলফি তুলছেন।
বিশ্ব বিখ্যাত ব্যক্তিরাও আর পিছিয়ে নেই। তাঁদের ছবি দিয়ে ‘সেলফি’ আর্ট করে তা বুঝিয়ে দিলেন শিল্পী জো জন মুলুর। একটি এআই মডেল ব্যবহার করে সব জ্ঞানীগুণী ও জনপ্রিয় ব্যক্তিদের বিশেষ কায়দায় এডিট করেন তিনি। সেই এডিটের ফলে দেখে মনে হবে সবাই সেলফি তুলতে ব্যস্ত।
কারা কারা সেলফি তুলছেন এই বিশেষ কায়দায়? দু দফায় সেলফিগুলি পোস্ট করেন জো জন। তাতেই দেখা যায়, গান্ধিজি থেকে মাদার টেরেসা, বিআর আম্বেদকর থেকে এলভিস প্রেসলি সকলেই রয়েছেন সেখানে। এছাড়াও লেনিন থেকে চে গুয়েভারা, আইনস্টাইন থেকে একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও সেই তালিকা থেকে বাদ যাননি।