মানুষের মধ্যে যে করোনাভাইরাস সংক্রমণ ঘটিয়েছে, তা অন্য প্রাণীদের মধ্যে বিশেষ সংক্রমণ ঘটাতে পারেনি। কখনও চিড়িয়াখানার বাঘ বা কখনও জঙ্গলের হরিণের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ টের পাওয়া গেলেও, তা খুব বেশি আতঙ্কিত করেনি বিজ্ঞানীদের। বিশেষ করে পোষ্য বা গৃহপালিত প্রাণীদের মধ্যে এই রোগটি ছড়াতে পারে কি না, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই সন্দেহ ছিল। এই সন্দেহ এবার কিছুটা প্রমাণিত হয়ে গেল। পোষ্য হিড়ালের থেকে সংক্রমিত হলেন তার চিকিৎসক।
সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে তাইল্যান্ডে। প্রথমে পোষ্য বিড়ালটি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। তার পরে তা ছড়িয়েছে তার চিকিৎসকের মধ্যে। Colorado State University-র গবেষক Angela Bosco-Lauth এ বিষয়ে বলেছেন, এটি মোটেই অস্বাভাবিক নয়। এমন যে হতে পারে, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিজ্ঞানীদের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু এর কোনও স্পষ্ট উদাহরণ পাওয়া যায়নি। (আরও পড়ুন: কারও কারও এখনও একবারও করোনা হয়নি কেন? এত দিনে জানা গেল এর প্রকৃত কারণ)
এর আঘে বহু বিড়াল এবং বহু কুকুরের পরীক্ষা করেও এই কোভিড-১৯ সংক্রমণের কোনও লক্ষণ পাওয়া যায়নি। এই প্রথম বার এমন উদাহরণ পাওয়া গেল। যদিও এর আগে হ্যাম্পস্টার জাতীয় পোষ্যদের মধ্যে এমন সংক্রমণ টের পাওয়া গিয়েছিল। কিন্তু হ্যাম্পস্টার পোশ্য হিসাবে বিরাট জনপ্রিয় নয়। ফলে সেটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তা হয়নি কারও। (আরও পড়ুন: কোভিড কি নার্ভের সমস্যা ডেকে আনছে? কী বলছে সাম্প্রতিক গবেষণা)